মুম্বই: ‘খিচড়ি’ টেলিভিশন শো-তে শিল্পী হিসেবে প্রথম জনপ্রিয়তা লাভ করেছিলেন অভিনেত্রী রীচা ভদ্র। সম্প্রতি তিনি ইন্টারভিউ দেওয়ার সময়ে টাইমস অফ ইন্ডিয়াকে নিজের কাস্টিং কাউচ সংক্রান্ত অভিজ্ঞতার কথা শেয়ার করেন।
রিচা বলেছিলেন, তাঁর বিয়ের পরে একজন প্রযোজক বলেছিলেন, ‘‘কাজ পেতে হলে আমাকে সন্তুষ্ট রাখো’। রিচা আরও বলেন, প্রথম দিকে আমি কাস্টিং কাউচ সংক্রান্ত কোনও অভিজ্ঞতা শিকার হইনি। আমার বিয়ে হয়ে যাওয়ার পরে বেশ কয়েকটি জায়গায় অডিশন দিতে গিয়েছিলাম। তখন বেশিরভাগ ক্ষেত্রেই আমাকে কম্প্রোমাইজ করতে বলা হয়েছিল। একজন কাস্টিং ডিরেক্টর বলেছিলেন, ‘‘আমাকে খুশি করো আমি তোমাকে কাজ দেব।”
‘খিচড়ি’ টিভি শো-তে রিচা ভদ্র ছিলেন হনসা ও প্রফুল্লর অনস্ক্রিন মেয়ে চিক্কির ভূমিকায়। রিচা বলেন, ‘‘আমাকে একটি হোটেলে ডেকে পাঠিয়েছিলেন ওই কাস্টিং ডিরেক্টর। কিন্তু আমি তাঁকে বলি, আমি কফিশপে দেখা করতে চাই। এর পরে আমার ইন্ডাস্ট্রিতে সমস্ত আশা-আকাঙ্ক্ষা শেষ হয়ে যায়। শিল্পী হিসেবে যে ইমেজ আমি তৈরি করেছিলাম সেটা আর ভেঙে ফেলতে চাইনি।”
ইন্ডাস্ট্রিতে বডি শেমিং প্রসঙ্গে মুখ খুলে রিচা বলেন, ‘‘বহু সেলিব্রিটিই আজকাল বডি শেমিংয়ের শিকার হচ্ছেন। আমাকেও মাঝেমধ্যেই বলা হয়েছে তোমাকে মোটা মেয়ের চরিত্রে মানাবে। আমি কোন ট্যাগ চাই না এবং শুধুমাত্র ইন্ডাস্ট্রির প্রয়োজনে ওজন ঝরানোয় আমি বিশ্বাসী নই।”