আমাদের কাজের সুযোগ দিন, আদালতের দ্বারস্থ বর্ষীয়ান অভিনেতার

 আইএমপিপিএ সভাপতি টিপি আগরওয়াল এক বিবৃতিতে বলেন যে “সৃজনশীল মাধ্যমই বর্ষীয়ান প্রযোজক, পরিচালক, অভিনেতা এবং টেকনিশিয়ানদের আয়ের একমাত্র উপায়। তাছাড়া এই বর্ষীয়ান ব্যক্তিদের অভাবে এই জাতীয় চলচ্চিত্র ও অনুষ্ঠানের শুটিং বন্ধ হয়ে রয়েছে।”

মুম্বই: শিল্পক্ষেত্র যখন একেবারে স্তব্ধ হয়ে পড়েছে তখন, ফিল্ম ও টিভি শ্যুটিংয়ে ৬৫ বছর বয়সী অভিনেতা ও কর্মীদের অংশ নেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকারের নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সহমর্মিতার আর্জি নিয়ে এবার মুম্বই হাইকোর্টকের দ্বারস্থ হল ইন্ডিয়ান মোশন পিকচার্স প্রডিউসারস অ্যাসোসিয়েশন (আইএমপিপিএ)।

আইএমপিপিএ সভাপতি টিপি আগরওয়াল এক বিবৃতিতে বলেন, সৃজনশীল মাধ্যমই বর্ষীয়ান প্রযোজক, পরিচালক, অভিনেতা এবং টেকনিশিয়ানদের আয়ের একমাত্র উপায়। আবেদন পত্রে আবেদনকারীদের তালিকায় হাজারেরও বেশি বর্ষীয়ান অভিনেতা ও এই শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরা রয়েছেন৷ তাঁদের বয়স ৬৫-র বেশি৷ তাঁরা লকডাউনের আগে শুটিংয়ের অংশ ছিলেন৷ আবেদনে বলা হয়েছে, এই বর্ষীয়ান ব্যক্তিদের অভাবে চলচ্চিত্রের শুটিং বন্ধ হয়ে রয়েছে৷

আগরওয়াল বলেন, যে এক্ষেত্রে এই নির্দেশিকাটি একেবারেই বাস্তবসম্মত ও ন্যায্য নয়। কারণ অন্য কোনও পেশায় এই শর্ত আরোপ করা হয়নি। বহুবার অনুরোধ সত্ত্বেও সরকার তাতে কর্ণপাত না করায় প্রবীণ ব্যক্তিদের জীবিকা নির্বাহের অধিকার ও তাদের প্রতি সহমর্মিতার দাবিতে আমাদের হাইকোর্টে যাওয়ার মত পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি। বিচারপতি অশোক সরোগির মাধ্যমে এই আবেদনে  শুনানি সম্ভবত শুক্রবার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + thirteen =