এবার কি রাজনীতির ময়দানে নামছেন ‘দেবদূত’ সোনু সুদ? ফাঁস করলেন অভিনেতা স্বয়ং

 নিজের কাজের প্রতি আস্থা প্রকাশ করে সোনু  বলেন,” আমি যদি রাজনীতিতে যোগদান করি তবে আমি আমার একশো শতাংশ দেব। আমি নিশ্চিত যে কারও কোনও সমস্যা থাকবে না। আমি তাদের সমস্যাগুলি সমাধান করব, আমি সময় দেব। সুতরাং, আমি মনে করি, আমি এই মুহুর্তে এসবের জন্য প্রস্তুত নই। আমি মনে করি যে এই মুহুর্তে আমাকে কারও কাছে জবাবদিহি করতে হচ্ছে না এবং সেই কারণেই আমি আরও স্বাধীনভাবে কাজ করতে পারছি।

মুম্বই: বলিউডের ছবিতে মূলত খলনায়কের ভূমিকায় খ্যাত অভিনেতা সোনু সুদের বর্তমান পরিচয় একজন একনিষ্ঠ সেবাকর্মী হিসেবে। করোনা পরিস্থিতিতে নিজের একের পর এক সেবাকর্মের মধ্যে দিয়ে রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গেছেন এই অভিনেতা। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে স়ংবাদ মাধ্যমের শিরোনামেও এই অভিনেতার আধিপত্য রীতিমত চোখে পড়ার মতো। তবে রাজনীতিতে যোগদানের প্রশ্নে তার উত্তর 'না'। অভিনেতা হিসেবেই এখনও অনেক পথ চলা বাকি। নিজের মুখেই একথা জানালেন অভিনেতা।

এখন নায়ক হয়ে উঠেছেন ছিলেন। 'জিওসাভন'-এর একটি পডকাস্ট “#নোফিলটারনেহা” সিজন ফাইভে অভিনেত্রী নেহা ধুপিয়ার সঙ্গে কথোপকথনে সোনু জানালেন,   বিগত দশ বছর ধরে রাজনীতিতে যোগ দেওয়ার সুযোগ আসছে তাঁর কাছে। বহু মানুষের মতে তিনি দুর্দান্ত নেতা হবেন। তবে তাঁর কথায়, “অভিনেতা হিসাবে আমার মনে হয়, আমার অনেক মাইল যেতে হবে। এখনও আমাকে এমন অনেক কাজ করতে হবে আমি যা করতে চাই।  যে কেউ যে কোনও সময় রাজনীতিতে প্রবেশ করতে পারে এবং আমি দু-নৌকোয় পা রেখে চলার চেষ্টা কর। 

নিজের কাজের প্রতি আস্থা প্রকাশ করে সোনু  বলেন,” আমি যদি রাজনীতিতে যোগদান করি তবে আমি আমার একশো শতাংশ দেব। আমি নিশ্চিত যে কারও কোনও সমস্যা থাকবে না। আমি তাদের সমস্যাগুলি সমাধান করব, আমি সময় দেব। সুতরাং, আমি মনে করি, আমি এই মুহুর্তে এসবের জন্য প্রস্তুত নই। আমি মনে করি যে এই মুহূর্তে আমাকে কারও কাছে জবাবদিহি করতে হচ্ছে না এবং সেই কারণেই আমি আরও স্বাধীনভাবে কাজ করতে পারছি। আমাকে কাউকে বা কোনও পক্ষকে জিজ্ঞাসা করতে হয় না 'আমার কি করা উচিত'। আমি সিদ্ধান্ত নিই এবং নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করি।”

 

অভিবাসী কর্মীদের সাহায্য করার প্রসঙ্গে স্মৃতি চারণ করে সোনু বলেন,” যখন আমরা অভিবাসী কর্মীদের দৃশ্যগুলো দেখছিলাম, দেশজুড়ে লাখ লাখ মানুষ হেঁটে চলেছে। আমার মনে হয় এই দৃশ্যগুলি দেখে আমারা সবাই বিরক্ত হয়েছিলাম এবং আমার মনে পড়ে যখন আমরা প্রায় ৪৫,০০০ মানুষকে প্রতিদিন খাবার দিচ্ছিলাম।” 

অনুভূতি প্রবণ সোনু আরও বলেন, থানের 'কালওয়া চৌক' নামে একটি জায়গায় তাঁরা খাবার বিতরণ করতেন। একদিন একদল মানুষ ছোট বাচ্চাদের সঙ্গে নিয়ে হেঁটে যাচ্ছিলেন। কোথায় যাচ্ছেন জানতে চাইলে তাঁরা জানিয়েছিলেন যে তাঁরা কর্ণাটক যাচ্ছেন। তখন তিনি তাঁদের কিছুক্ষণ অপেক্ষা করতে রাজি করলেন যাতে তিনি কিছু একটা ব্যবস্থা করতে পারেন এবং তাদের মাত্রার ব্যবস্থা করার জন্য যথাযথ অনুমতি নিতে পারেন। অভিনেতার উদ্যোগে যখন তাঁরা কর্ণাটকের উদ্দেশ্যে রওনা হলেন, তখন তিনি নিজেও সেই বাসে ছিলেন এবং  তাঁদের চোখের জল এবং মুখে হাসি দেখেছিলেন।

মূলত খলনায়কের চরিত্রে অভিনয় করলেও করোনা মহামারীর প্রাদুর্ভাব এবং একইসঙ্গে লকডাউনের মধ্যে নিজেদের বাড়িতে পৌঁছোতে উদগ্রীব অভিবাসী কর্মীদের পরিবহন ও সংস্থানের ব্যবস্থা করে দেওয়ার পর থেকেই বাস্তব জীবনে  'নায়ক' হয়ে উঠেছেন সোনু। এরপর আর থেমে থাকেননি এখনও যেকোনও ধরণের সাহায্যের আবেদন যথাসম্ভব করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই অভিনেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *