Aajbikel

পানমশলার পিকে জেরবার হাওড়া ব্রিজ, অমিতাভ-শাহরুখ, অক্ষয়দের তুলোধোনা IAS অফিসারের

 | 
পানমশলা

কলকাতা: তামাকের পিকে বিতর্ক তুঙ্গে৷ পানমশলার বিজ্ঞাপনে মুখ দেখিয়ে নেটিজেনদের রোশানলে অক্ষয় কুমার থেকে অজয় দেবগণ, শাহরুখ খান এবং বিগ বি অমিতাভ বচ্চন৷ নয়া পানমশলার বিজ্ঞাপন ঘিরে তুমুল হইচই৷ তারকাদের একেবারে ধুয়ে দিলেন আইএএস অফিসার অবনীশ শরণ৷ 

আরও পড়ুন- প্রায় এক যুগ পর শ্যুটিং ফ্লোরে হেলেন, শীঘ্রই দেখা যাবে ওয়েব সিরিজে


পানমশলা মানুষের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর৷ পানমশলার ক্ষতিকারক দিকগুলি নিয়ে প্রতিনিয়ত জনমানসে সচেতনতা বৃদ্ধির চেষ্টা চলেছে৷ কিন্তু এর আরও একটি ক্ষতিকারক দিক রয়েছে৷ সেই বিষয়টিই এবার তুলে ধরলেন এ রাজ্যের আইএএস অফিসার অবনীশ শরণ৷ পানমশলার পিকে কী ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কলকাতার আইকনিক হাওড়া ব্রিজ, তা চোখে আঙুল দিয়ে দেখালেন তিনি৷ পানমশলার পিকে ক্রমশ ক্ষয়ে যাচ্ছে সাত দশক পুরনো রবীন্দ্র সেতু৷ 


পথ চলতি মানুষ হামেশাই সেতুর গায়ে পান বা পানমশলার পিক ফেলে থাকেন৷ এই বিষয়টি নিয়ে নানা ভাবে কলকাতার মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করা হয়েছে৷ এই অভ্যাস বন্ধে জরিমানার বন্দ্যোবস্ত করা হয়েছে৷ এমনকী কোনও ব্যক্তি সেতুর গায়ে থুথু ফেললে, তাতে দিয়ে তা পরিষ্কারও করানো হয়েছে৷ কিন্তু, সব শেষ নিট ফল শূন্য৷ পুরনো অভ্যাস থেকে বেরতে পারেনি মানুষ৷ ফি বছর হাওড়া ব্রিজের গায়ে জমা পিক পরিষ্কার করতে বহু টাকা খরচ করতে হয় কলকাতা পোর্টট্রাস্টকে৷ সেই বিষয়টি নিয়েই সরব হয়েছে আইএএস অবনীশ৷  



অক্ষয় কুমার, অজয় দেবগণ, শাহরুখ খান এবং অমিতাভ বচ্চনকে ট্যাগ করে তিনি লিখেছেন, "কলকাতা পোর্ট ট্রাস্ট জানিয়েছে, ৭০ বছরের পুরনো আইকনিক হাওড়া ব্রিজ ক্রমশ ক্ষয়ে যাচ্ছে গুটকার পিকে৷ গুটখা চিবিয়ে ব্রিজের গায়ে থুতু ফেলেন অনেকেই। হাওয়া ব্রিজ গুটখা প্রেমীদের নিশানায়৷ আপনারা নিজেরাই দেখে নিন গুটখা প্রেমীদের জন্য কী মূল্য চোকাতে হচ্ছে কলকাতা বন্দর কর্তৃপক্ষকে।” সেই সঙ্গে তিনি আরও লিখেছেন, ‘‘দেখুন ‘গুটকা প্রেমী’দের সুবিধার জন্য 'কলকাতা পোর্ট ট্রাস্ট' কী চমৎকার ব্যবস্থা নিয়েছে৷ যাঁরা গুটখা চিবিয়ে থুতু ফেলছেন, তাঁদের বিবেক দংশন কেনই বা হবে? তাঁদের এই কাজের জেরে তো ব্রিজটি আরও সুরক্ষিত হয়ে উঠছে! তাই না?”  অত্যন্ত বুদ্ধিদীপ্ত ভাবে পানমশলার বিজ্ঞাপন করা এই সেলেবদের তোপ দেগেছেন আইএএস অফিসার৷ তাঁকে সমর্থন করেছেন নেটিজেনরা৷



প্রসঙ্গত, বিজ্ঞাপন বিতর্কের সূচনা গত সপ্তাহে৷ প্রথম সারির একটি পানমশলার বিজ্ঞাপনে অজয় দেবগন এবং শাহরুখ খানের সঙ্গে অভিনয় করেন অক্ষয় কুমারও৷ যা দেখেই শোরগোল পড়ে নেটিজেনদের মধ্যে৷ কিন্তু কেন? কারণ অতীতে পানমশলার বিজ্ঞাপনের সমালোচনায় সরব হয়েছিলেন খোদ অক্ষয় কুমার৷ খিলাড়ি নিজে একবার বলেছিলেন, "আমাকে বহু পানমশলা কোম্পানি তাদের বিজ্ঞাপনে কাজ করার জন্য অফার দেয়। এর জন্য বিরাট অঙ্কের টাকাও দিতে চান। কিন্তু, টাকাটাই তো সব নয়। যাঁরা টাকার জন্য এই ধরনের বিজ্ঞাপনে কাজ করেন,  তাঁরা ঠিক কাজ করছেন না।"


 

Around The Web

Trending News

You May like