মুম্বই: অভিনেত্রী সানি লিওনেকে বেশিরভাগ সময়েই সোশ্যাল মিডিয়ায় সেক্সিস্ট ও নেতিবাচক কথা শুনতে হয়। তিনি জানান, যখন ‘ননসেন্স’ বিষয়গুলি বেশি প্রচার পায় তখনই তিনি বিরক্ত ও বিব্রত হন৷ জাতীয় সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে সানি লিওন বলেন, ‘‘আমি সর্বদা নেতিবাচক মনোভাব দূরে রাখার চেষ্টা করি৷ কিন্তু সব সময়ে পারিনা৷ আদতে তো আমিও রক্ত মাংসের মানুষ৷ আমারও তো একটা মন আছে৷ যখন মিডিয়া অপ্রাসঙ্গিক বিষয়গুলিকে নিয়ে বাড়াবাড়ি করে, তখন খারাপ লাগে৷’’
বলিউডে সফল কেরিয়ার তৈরি করলেও সানিকে মাঝেমধ্যেই খারাপ মন্তব্যের সম্মুখীন হতে হয়৷ বিশেষত সোশ্যাল মিডিয়ায়৷ তবে এই ঘটনা সানিকে দমিয়ে রাখতে পারেনি৷ কারণ তিনি নিজেকে ‘সুরক্ষিত’ রাখতে জানেন বলেও এদিন সাফ জানিয়ে দেন৷
২০১২ সালে পূজা ভাটের জিসম টু-এর মাধ্যমে বলিউডে ডেবিউ করার আগে সানি লিওন বিতর্কিত রিয়্যালিটি শো বিগ বসে অংশ নিয়েছিলেন। পরে তিনি রাগিণী এমএমএস টু, এক পহেলি লীলা, কুছ কুছ লোচা হ্যায়, মস্তিজাদে, তেরা ইন্তেজার সিনেমায় অভিনয় করেছেন৷ কিন্তু, কিছুতেই বিতর্ক এড়াতে পারেননি তিনি৷