করোনা যোদ্ধাকে কুর্নিশ, এক চিকিৎসকের থেকে নাচ শিখতে চাইলেন হৃতিক

মুম্বই: করোনা ভাইরাসের কবলে গোটা ভারত। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও সাফাইকর্মীরা দিনরাত এই সমস্যা থেকে সেরে ওঠার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন। আর নিত্যদিনের এই যুদ্ধের মধ্যেই তারা আনন্দ খুঁজে নেওয়ার চেষ্টা করেন। এমনই এক চিকিৎসক চিকিৎসার মাঝে পিপিই কিট পরে নেচেছিলেন। এবার সেই চিকিৎসকের থেকে নাচের স্টেপ শেখার ইচ্ছা প্রকাশ করলেন হৃতিক রোশন।

 

মুম্বই: করোনা ভাইরাসের কবলে গোটা ভারত। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও সাফাইকর্মীরা দিনরাত এই সমস্যা থেকে সেরে ওঠার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন। আর নিত্যদিনের এই যুদ্ধের মধ্যেই তারা আনন্দ খুঁজে নেওয়ার চেষ্টা করেন। এমনই এক চিকিৎসক চিকিৎসার মাঝে পিপিই কিট পরে নেচেছিলেন। এবার সেই চিকিৎসকের থেকে নাচের স্টেপ শেখার ইচ্ছা প্রকাশ করলেন হৃতিক রোশন।

লকডাউনের সময়, হৃতিক রোশন এবং অক্ষয় কুমারের মতো বলিউড অভিনেতারা মহামারী প্রতিরোধের জন্য চিকিৎসকদের পিপিই কিট, মাস্ক, গ্লাভস এবং অন্যান্য জিনিস দিয়ে সাহায্য করেছিলেন। মিউনিসিপ্যালিটির সাফাইকর্মীদের জন্যও N95 মাস্ক কিনেছিলেন হৃতিক। এখন সুযোগ পেলেই মানুষের উপকার করছেন তিনি। কিছুদিন আগে এক রিকশাওয়ালার ছেলেকে নাচ শেখার জন্য অর্থ সাহায্য করেছিলেন। এক পাপারাজ্জি ব্যাংক অ্যাকাউন্টেও অর্থ স্থানান্তর করেছিলেন তিনি। এমনকি তিনি সম্পূর্ণরূপে সুস্থ হওয়া প্রত্যেক করোনার রোগীকে প্লাজমা থেরাপির জন্যও এগিয়ে আসার অনুরোধ করেছিলেন। করোনা যুদ্ধে যতটা সম্ভব শামিল হওয়ার চেষ্টা করছেন হৃতিক। তাই এবার এক করোনা যোদ্ধা যখন তাঁর গানে পিপিই পরে নাচলেন তখন সেই ডান্স স্টেপ শিখতে চাইলেন হৃতিক।

সম্প্রতি এক কোভিড-১৯ যোদ্ধা, পেশায় চিকিৎসক, হৃত্বিক রোশনের ‘ঘুংরু’ গানে নাচের একটি ভিডিও ইন্টারনেটে ঝড় তুলেছে। ভাইরাল এই ভিডিওতে তিনি সারা শরীর পিপিই কিটে ঢেকে হাসপাতালের ভিতরে হৃতিকের গানে নেচেছিলেন। চিকিৎসকের নাচের স্টেপ দেখে মুগ্ধ হৃতিক। তিনি ডাক্তারের সেই স্টেপগুলি শিখতে চান বলে টুইট করেছেন। টুইটারে গিয়ে হৃতিক রোশন ভাইরাল হওয়া ভিডিওটি শেয়ার করে টুইট করেছেন, “ডাঃ অরূপকে বলুন আমি তার পদক্ষেপগুলি শিখতে চাই এবং আসামে একদিন তাঁর মতো সুন্দর নাচ করব। মারাত্মক ইচ্ছাশক্তি।” ভিডিওটি চিকিৎসকের কোনও এক সহকর্মী শেয়ার করেছেন। ভিডিওটি শেয়ার করে টুইটটারে তিনি লিখেছিলেন, “আসামের শিলচর মেডিকেল কলেজের ইএনটি সার্জন আমার কোভিড ডিউটির সহকর্মী অরূপ সেনাপতি। কোভিড রোগীদের আনন্দ দিতে তাদের সামনেই নাচছে।”

কাজের ক্ষেত্রে, হৃতিক রোশন ও তাঁর বাবা চলচ্চিত্র নির্মাতা রাকেশ রোশান ‘কয়ি মিল গয়া’র সিক্যুয়েলের জন্য প্রস্তুতি নিচ্ছেন। আগস্টে হৃতিক অভিনীত এই ছবিটির ১৭ বছর পূর্ণ হল। জাদুর একটি ভিডিও তিনি ইনস্টাগ্রামে শেয়ার করে ক্যাপশনে লিখেছিলেন, “কিছু বন্ধুত্ব স্থান ও সময়কে অস্বীকার করে। একদিন, আশা করি শীঘ্রই আবার তাদের দেখা হবে। তোমাকে মিস করছি জাদু। যখন কারোর তোমার উপর আস্থা ছিল না তোমার মধ্যে এটা করার সাহস ছিল। আমাকে বিশ্বাস করার জন্য তোমাকে ধন্যবাদ। আর আক্ষরিক প্রি, তোমাকে ছাড়া এটা সম্ভব হত না! চিরদিনের বন্ধু। এবং রেখাজি আপনাকে রোহিতের পাহাড় হয়ে দাঁড়ানো জন্য ধন্যবাদ!”

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × one =