ঋত্বিকের পরিবারে শোকের ছায়া, কাছের মানুষকে হারালেন অভিনেতা

ঋত্বিকের পরিবারে শোকের ছায়া, কাছের মানুষকে হারালেন অভিনেতা

মুম্বই: রোশন পরিবারে শোকের ছায়া। দিদা পদ্মারানী ওমপ্রকাশকে হারালেন বলিউড অভিনেতা ঋত্বিক রোশন। জানা যাচ্ছে, গত ১৬ জুন অর্থাৎ বৃহস্পতিবার রাতে ৯১ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন অভিনেতার দিদা। বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন এবং দীর্ঘ অসুস্থতার কারণে শয্যাসায়ী ছিলেন বলে রোশন পরিবার সূত্রে জানা যাচ্ছে।

শুক্রবার সকালে শাশুড়ির মৃত্যুর খবর নিজেই সামনে এনেছেন ঋত্বিকের বাবা তথা বলিউডের অন্যতম জনপ্রিয় পরিচালক রাকেশ রোশন। এদিন সকালে রাকেশ রোশনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নিজেই জানান যে, ‘দুর্ভাগ্যবশত এই খবর সত্যি। ওম শান্তি।’

তবে ঋত্বিক রোশনের দিদা হওয়া ছাড়াও পদ্মারানী ওমপ্রকাশের আরও একটি পরিচয় রয়েছে। তিনি ছিলেন বলিউডের আরও এক জনপ্রিয় পরিচালক জে ওমপ্রকাশের স্ত্রী। ঋত্বিক রোশনের মা পিঙ্কি জে ওমপ্রকাশ এবং পদ্মা ওমপ্রকাশের মেয়ে। বার্ধক্যজনিত কারণে বিগত দুই বছর ধরে তিনি অসুস্থ ছিলেন এবং রোশন পরিবারের সঙ্গেই বাস করছিলেন। বহুদিন ধরে তাঁর হাঁটাচলাও প্রায় বন্ধ হয়ে গিয়েছিল বলে খবর। বিগত দুবছর পদ্মারানী ওমপ্রকাশের সঙ্গে বহু ছবি শেয়ার করতে দেখা গিয়েছে ঋত্বিকের মা পিঙ্কি। এমনকি খোদ ঋত্বিককেও। সেই ছবি দেখে স্বাভাবিকভাবেই বোঝা যায় যে ঋত্বিকের খুবই কাছের মানুষ ছিল তাঁর দিদা।

 উল্লেখ্য, জনপ্রিয়তা তুঙ্গে থাকলেও রুপোলি পর্দায় বেশ কয়েকবছর দেখা মেলেনি ঋত্বিক রোশনের। কিন্তু জানা যাচ্ছে চলতি বছরেই ৩০ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ঋত্বিক রোশনের পরবর্তী ছবি ‘বিক্রম ভেদা’। এই ছবিতে প্রথমবার একসঙ্গে কাজ করেছেন হৃত্বিক রোশন এবং শেফা আলি খান। অন্যদিকে ঋত্বিক তাঁর পরবর্তী ছবিতে দীপিকা পাডুকোন এবং অনিল কাপুরের সঙ্গেও কাজ করবেন বলে খবর। ইতিমধ্যেই ঋত্বিক-দীপিকার ফাইটার সিনেমার কাজও শুরু হয়েছে জোর কদমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − sixteen =