পড়ুয়াদের ভবিষ্যত গড়তে কঠিন লাইয়ের গল্প শোনালেন হৃত্বিক

বিহারের এক অখ্যাত গ্রামের গরীব মেধাবী শিক্ষক৷ চোখের নিমেশে করেন অঙ্ক৷ কিন্তু টাকার অভাবে কেমব্রিজের মতো বিশ্ববিদ্যালয় পড়াশুনোর সুযোগ পেয়েও যেতে পারেননি আনন্দ কুমার৷ সংসার চালাতে সিদ্ধান্ত নেন শিক্ষকতা করার৷ ৩০ জন স্কুলছুট পড়ুয়াকে বেছে নেন তিনি৷ শুরু করেন দীর্ঘ লড়াই৷ মোধাবী ছাত্রদের তৈরি করতে থাকেন আইআইটির জন্য৷ কঠিন পরিশ্রমের পর মেলে সাফল্য৷ কিন্তু, সেই

পড়ুয়াদের ভবিষ্যত গড়তে কঠিন লাইয়ের গল্প শোনালেন হৃত্বিক

বিহারের এক অখ্যাত গ্রামের গরীব মেধাবী শিক্ষক৷ চোখের নিমেশে করেন অঙ্ক৷ কিন্তু টাকার অভাবে কেমব্রিজের মতো বিশ্ববিদ্যালয় পড়াশুনোর সুযোগ পেয়েও যেতে পারেননি আনন্দ কুমার৷ সংসার চালাতে সিদ্ধান্ত নেন শিক্ষকতা করার৷ ৩০ জন স্কুলছুট পড়ুয়াকে বেছে নেন তিনি৷ শুরু  করেন দীর্ঘ লড়াই৷

মোধাবী ছাত্রদের তৈরি করতে থাকেন আইআইটির জন্য৷ কঠিন পরিশ্রমের পর মেলে সাফল্য৷ কিন্তু, সেই সাফল্যের পথচলায় যুদ্ধের সম্মুখীন আনন্দ৷ সেই বাধা পেরিয়ে কীভাবে সফল হলেন শিক্ষক? সম্প্রতি মুক্তি পাওয়া ‘সুপার ৩০’-এর ট্রেলারে সেই ইঙ্গিত দিয়ে রাখলেন আনন্দ অর্থাৎ হৃত্বিক৷ গরিব শিক্ষক আনন্দ কুমারের চরিত্রে দেখা গেল হৃত্বিককে৷ ট্রেলারে হৃত্বিকের ফার্স্ট লুক ইতিমধ্যেই মু্গ্ধ করেছে নেটিজেনদের৷ ১২ জুন মুক্তি পাচ্ছে হৃত্বিকের নতুন ছবি ‘সুপার ৩০’৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + three =