মুম্বই: সমাজকর্মী হিসেবে হৃতিক রোশনের সুনাম রয়েছে। সাধারণ মানুষের জন্য আগে অনেক কাজ করেছেন তিনি। প্রয়োজনে মানুষের পাশে দাঁড়িয়েছেন। এবার ফের মানবিকতার নিদর্শন দিলেন বলিউডের গ্রিক গড। এক ২০ বছরের তরুণকে স্বপ্ন সফল করার জন্য দিলেন ৩ লক্ষ টাকা।
হৃত্বিক রোশন নিজে অত্যন্ত ভাল ডান্সার। নাচের প্রতি তাঁর বরাবরই দুর্বলতা। তাই টাকার জন্য কারওর নাচের ট্রেনিং আটকে যাক, চান না তিনি। ট্যালেন্টের কদর তিনি বরাবরই করেন। তাই বছর কুড়ির এক তরুণকে তিনি ৩ লক্ষ টাকা দিলেন। ওই তরুণ ভবিষ্যতে ব্যালে ডান্সার হতে চান। তার জন্য ট্রেনিং নিতে হবে তাঁকে। কিন্তু ট্রেনিংয়ের জন্য দরকার ছিল ৩ লক্ষ টাকা। তাঁর পক্ষে এই টাকা জোগাড় করা সহজ ছিল না। এই দুঃসময়ে এগিয়ে এলেন হৃতিক। তাঁকে অর্থ সাহায্য করলেন। যাতে ওই তরুণ লন্ডনে গিয়ে ব্যালে ডান্সের স্কুলে ভর্তি হতে পারে, তার জন্য হাত বাড়িয়ে দিলেন অভিনেতা।
আরও পড়ুন: সুশান্ত-রিয়া-শ্রদ্ধাকে ড্রাগ এনে দিতেন, NCB-র সামনে স্বীকারোক্তি ট্যালেন্ট ম্যানেজারের
ওই তরুণ দিল্লির বিকাশ পুরীর বাসিন্দা। নাম কামাল সিং। হৃতিক নিজের সংস্থা এইচআরএক্স ফিল্মসের মাধ্যমে এই টাকা তাঁকে দিয়েছেন। তাঁর দ্য ইংলিশ ন্যাশান্যাল ব্যালে স্কুল অফ লন্ডনে ভর্তি হওয়ার জন্য প্রয়োজন ছিল ১৫ লক্ষ টাকা। কিন্তু যে অর্থ সঞ্চিত হয়েছিল তার পরও লাখ তিনেক টাকা কম পড়ছিল। অর্থ সাহয্যকারী প্ল্যাটফর্ম কেট্টোতে (Ketto) ওই তরুণ নিজের সমস্যার কথা জানান। লেখেন, তিনি চার বছর আগেও ব্যালের নাম জানতেন না। তাঁর বাবা ই-রিকসা চালান। তিনি নিজে স্থানীয় একটি সরকারি স্কুলে পড়াশোনা করেন। কিন্তু নাচ তাঁকে টানত। এরপর তিনি যোগ দেন ম্যাসেরাট্রো ফেরনান্দো আগুইয়েরার নাচের ক্লাসে। নয়াদিল্লিতে একটি নাচের স্কুল চালান তিনি। সেখানেই ব্যালে সম্পর্কে জানতে পারেন। তারপর থেকে ব্যালে শেখার ইচ্ছা জাগে তাঁর।
কিছুদিন আগে লন্ডনের দ্য ইংলিশ ন্যাশান্যাল ব্যালে স্কুল থেকে এক বছর পেশাদার ট্রেনিং প্রোগ্রামে যোগ দেওয়ার সুযোগ পেয়েছেন তিনি। এর শেষে তিনি ওই গ্রুপে ব্যালে ডান্সার হিসাবে যোগ দেওয়ার সুযোগ পাবেন। এমনকী মাসিক বেতনও মিলবে। কিন্তু বাধ সাধে অর্থ। ইংল্যান্ডে যাওয়া এবং সেখানে একবছর থাকা-খাওয়ার মতো আর্থিক সামর্থ্য তাঁর নেই। এই কথা শোনার পরই এগিয়ে আসেন হৃত্বিক। কামালের পাশে দাঁড়ান। কামালের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩ লক্ষ টাকা দেন তিনি। এই খবর ইনস্টাগ্রামে জানিয়েছেন কামালের শিক্ষক ম্যাসেরাট্রো ফেরনান্দো আগুইয়েরা। হৃতিকের কাছ থেকে এমন সাহায্য পেয়ে অভূভূত কামাল।
Thank you so much @hrithikroshan @hrxfilms for supporting my student @noddy_singh_official