বিরতির পর অভিনয়ে ফিরে কতটা সফল নায়িকারা?

কলকাতা: নায়িকাদের জন্য নতুন করে আবার কেরিয়ার শুরু করা সহজ নয়৷ কারণ নায়িকা-কেন্দ্রিক ছবির সংখ্যা বেশ কম। এখন ওটিটি-র সুবাদে তাও বেশ কিছু নায়িকা- কেন্দ্রিক সিরিজ,…

kajal shilpa

কলকাতা: নায়িকাদের জন্য নতুন করে আবার কেরিয়ার শুরু করা সহজ নয়৷ কারণ নায়িকা-কেন্দ্রিক ছবির সংখ্যা বেশ কম। এখন ওটিটি-র সুবাদে তাও বেশ কিছু নায়িকা- কেন্দ্রিক সিরিজ, ছবি তৈরি হচ্ছে। আর সেটাই আশার জায়গা সেকেন্ড ইনিংস শুরু করা নায়িকাদের। শুরু করা যাক মাধুরী দীক্ষিতকে দিয়ে।

বেশ অনেক বছর হল তিনি দেশে ফিরেছেন৷ কিন্তু এখনও এমন কোনও চরিত্রে অভিনয়ের সুযোগ পাননি যা তাঁর কেরিয়ারকে এগিয়ে দিতে
পারে কয়েক ধাপ। ‘দ্য ফেম গেম’, ‘মজা মা’ হোক বা ‘কলঙ্ক’, ‘বাকেট
লিস্ট’—তেমনভাবে প্রশংসিত হয়নি কোনওটাই।

শিল্পা শেট্টি ডান্স রিয়্যালিটি শো-এর বিচারক হিসেবে প্রত্যাবর্তন করেছেন অনেকদিন। ২০২১-এ মুক্তি পায় শিল্পার ছবি ‘হাঙ্গামা ২’। যা দর্শক- সমালোচক কারও পছন্দ হয়নি। এই ছবিতে পরেশ রাওয়ালকে শিল্পা শেট্টির স্বামীর ভূমিকায় অভিনয় করতে দেখা যায়। যা খোলা মনে মেনে নেয়নি দর্শক। এরপর তিনি ‘নিকাম্মা’য় অভিনয় করেন। এটাও দর্শকদের মনে দাগ কাটতে পারেনি। আপাতত শিল্পার ভরসা রোহিত শেট্টির ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’ আর অমিত সাদের বিপরীতে নারীকেন্দ্রিক ছবি ‘সুখী’।

বরং এদিক থেকে বেশ কিছুটা এগিয়ে আছেন সুস্মিতা সেন। তাঁর অভিনীত সিরিজ ‘আর্যা’ ভীষণ রকম জনপ্রিয় হয়েছে। সিরিজের দু’টো সিজনের পর, পরবর্তী সিজনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা। আদতে নায়িকারা যখন বিরতি নিয়েছিলেন আর যখন ফিরে আসছেন তার মধ্যে চলে গিয়েছে অনেকটা সময়। গল্প, উপস্থাপনা, অভিনয়—সব কিছুই বদলে গিয়েছে এতদিনে। যাঁরা সময়োপযোগী চরিত্র পছন্দ করেছেন, সফল হয়েছেন। যাঁরা পুরোনো চিন্তা থেকে বেরোতে পারেননি তাঁদের কেরিয়ার আটকে পড়েছে। এদিক থেকে রবিনা ট্যান্ডনও বেশ এগিয়ে। তাঁর অভিনীত ‘আরণ্যক’ সিরিজটি বেশ জনপ্রিয় হয় । আরও বেশ কয়েকটি সিরিজের কাজে ব্যস্ত তিনি।

কাজল বহু বছর পর অভিনয়ে ফেরেন ‘দিলওয়ালে’ ছবির হাত ধারে। সেই ছবি চরম সাফল্য পায়। তবে তার জন্য একেবারেই একা কাজলকে কৃতিত্ব দেওয়া যায় না। এরপর কাজল অভিনয় করেন ‘ত্রিভঙ্গ’, ‘হেলিকপ্টার ইলা’, ‘তানাজি’ সহ বেশ কিছু ছবিতে। এর মধ্যে সাফল্য পায় একমাত্র ‘তানাজি’। তবে এক্ষেত্রেও শুধুমাত্র কাজলের জন্য ছবি হিট, এ কথা বলা যায় না। পরবর্তী ছবি ‘সালাম ভেঙ্কি’। সেটাও খুব একটা চলেনি।

কিন্তু কেন চলেনি? সিনেমা গঠনের কারণে? নায়িকাদের সেই আগের মতো যৌবন, জৌলুস, উষ্ণতা কমেছে বলেই কি বিরতি পর ফিরে এসেও হতে হচ্ছে ব্যর্থ? কী মনে হয় আপনার? কমেন্টে জানাতে পারেন আপনার মতামত।