দীপিকা-রণবীর বিবাহিত জীবনে বয়স কত জানেন? ফাঁস করলেন দীপিকা

অক্টোবরে যখন দীপিকা-রণবীর তাঁদের এনগেডমেন্টের কথা সোশাল মিডিয়ায় জানালেন, তখন কেউই তেমন চমকাননি। তারপর থেকেই দুই তারকার প্রেম নিয়ে নানা কথা মাঝেমধ্যেই বেরিয়ে আসছে বাইরে। যেমন তাঁরা এখন জানাচ্ছেন, তাঁদের প্রেম ৬ বছরের পুরানো। ফিল্মফেয়ারের নববর্ষ সংখ্যায় দীপিকা জানিয়েছেন তাঁরা ৪ বছর আগেই এনগেজড। গতমাসে বিয়ে হয়েছে তাঁদের। তাঁদের এনগেজমেন্ট নিয়ে নানারকমের খবর বেরিয়েছে কাগজে।

দীপিকা-রণবীর বিবাহিত জীবনে বয়স কত জানেন? ফাঁস করলেন দীপিকা

অক্টোবরে যখন দীপিকা-রণবীর তাঁদের এনগেডমেন্টের কথা সোশাল মিডিয়ায় জানালেন, তখন কেউই তেমন চমকাননি। তারপর থেকেই দুই তারকার প্রেম নিয়ে নানা কথা মাঝেমধ্যেই বেরিয়ে আসছে বাইরে। যেমন তাঁরা এখন জানাচ্ছেন, তাঁদের প্রেম ৬ বছরের পুরানো। ফিল্মফেয়ারের নববর্ষ সংখ্যায় দীপিকা জানিয়েছেন তাঁরা ৪ বছর আগেই এনগেজড। গতমাসে বিয়ে হয়েছে তাঁদের। তাঁদের এনগেজমেন্ট নিয়ে নানারকমের খবর বেরিয়েছে কাগজে। তাঁরা হ্যা, না কিছুই বলেননি। গতবছর মলদ্বীপে তাঁদের এনগেজমেন্টের খবরও বের হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − five =