Aajbikel

‘দ্য কেরালা স্টোরি’তে কাজ করে কোন তারকা কত পারিশ্রমিক পেলেন? কেমন হল নির্মাতাদের লক্ষ্মীলাভ?

 | 
কেরালা স্টোরি

মুম্বই:  মুক্তির আগে থেকেই বিতর্কের শিরোনামে বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের ‘দ্য কেরালা স্টোরি’৷ সেই বিতর্ক থামার কোনও ইঙ্গিত এখনও মেলেনি৷ বরং সময়ের সঙ্গে সঙ্গে এই ছবিকে  ঘিরে শোরগোল বেড়েই চলেছে। কোথাও নিষিদ্ধ হয়েছে ‘দ্য কেরালা স্টোরি’, কোথাও আবার করমুক্ত করা হয়েছে এই ছবিকে৷ 

পরিচালক সুদীপ্ত সেনের কথায়, বাস্তব ঘটনার উপর ভিত্তি করেই নির্মিত হয়েছে ‘দ্য কেরালা স্টোরি’র চিত্রনাট্য৷ খুব স্বল্প বাজেটেই ছবিটি বানানো হয়েছে। তবে এই ছবি বানাতে যা খরচ হয়েছে, মুক্তির চতুর্থ দিনেই সেই টাকা উঠে এসেছে ঘরে।


বলিউড সূত্রে খবর, ‘দ্য কেরালা স্টোরি’র বাজেট ছিল মাত্র ৪০ কোটি টাকা। এর মধ্যেই ধরা রয়েছে কলাকুশলী এবং কর্মচারীদের পারিশ্রমিক৷ ফলে খুব নামীদামি কোনও তারকাকে নিয়ে কাজ করার সুযোগ পাননি সুদীপ্ত৷ এই ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী অদা শর্মা। তিনি বলিউডে নতুন মুখ নন৷ টুকটাক কিছু কাজ করেছেন৷ তবে মূল চরিত্র হিসাবে এটাই অদার বড় ‘ব্রেক’৷ 


‘দ্য কেরালা স্টোরি’র চরিত্রায়ন বাছাইয়ে অদার কথাই প্রথমে আসে। তিনি যেহেতু এই ছবির কেন্দ্রীয় চরিত্র, তাই অন্যান্যদের তুলনায় তাঁর পারিশ্রমিক কিছুটা হলেও বেশি। জানা যাচ্ছে, এই ছবিতে কাজ করার জন্য ১ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন অদা৷ এ ছাড়া, ছবির লভ্যাংশ থেকেও কিছু টাকা তাঁর ভাণ্ডারে আসতে পারে বলে সূত্রের খবর। এই ছবিতে অদার পারিশ্রমিকই সবচেয়ে বেশি।


অদা ছাড়া ‘দ্য কেরালা স্টোরি’র অন্যতম প্রধান চরিত্রে দেখা গিয়েছে সনিয়া বালানিকে। এই ছবিতে ছোট পর্দার পরিচিত মুখ সনিয়ার চরিত্রের নাম আসিফা। কেরালা স্টোরিতে কাজ করার জন্য তিনি ৩০ লক্ষ টাকা পারিশ্রমিক পেয়েছেন। এই ছবির আরও এক একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সিদ্ধি ইদনানি। তাঁরও পারিশ্রমিক ৩০ লক্ষ টাকা। 


এখানে নিমা চরিত্রে দেখা গিয়েছে যোগিতা বিহানিকে। হিন্দি সিরিয়ালের দুনিয়ায় তিনি পরিচিত মুখ। একাধিক জনপ্রিয় ধারাবাহিকে কাজ করেছেন। ‘কেরালা স্টোরি’তে কাজ করার জন্য তিনিও ৩০ লক্ষ টাকা পারিশ্রমিক পেয়েছেন।


এছাড়াও সুদীপ্তর ছবিটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বিজয় আচার্য। তাঁকে পারিশ্রমিক হিসাবে ২৫ লক্ষ টাকা দেওয়া হয়েছে৷ অপর এক অভিনেতা প্রণয় পাচাউরি পেয়েছেন ২০ লক্ষ টাকা। এর আগে ‘শেরশাহ’, ‘গিল্‌টি মাইন্ডস‌’ ছবিতে মিলেছিল তাঁর অভিনয়ের ঝলক৷  


ছোট পর্দার আরও এক জনপ্রিয় অভিনেতা প্রণব মিশ্রকেও দেখা গিয়েছে ‘কেরালা স্টোরি’তে। তিনি এই ছবির নির্মাতাদের কাছ থেকে ১৫ লক্ষ টাকার চেক নিয়েছেন বলে বলিউড সূত্রে খবর৷ 


গত ৫ মে  প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘দ্য কেরালা স্টোরি’৷ মুক্তির আগে থেকেই এই ছবির বিরুদ্ধে উঠেছে সাম্প্রদায়িকতাকে উস্কানির অভিযোগ৷ তাই ছবিটি নিষিদ্ধ করার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে৷ ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে নিষিদ্ধ হয়েছে ‘দ্য কেরালা স্টোরি’৷ তবে বিজেপি শাসিত মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশ সরকার ছবিটিকে কর মুক্ত করেছে। অর্থাৎ ওই দুই রাজ্যে প্রেক্ষাগৃহে গিয়ে ‘কেরালা স্টোরি’ দেখতে কর দিতে হচ্ছে না।


তারকাবিহীন, নিতান্তই স্বল্প বাজেটের ছবি হলেও বক্স অফিসে সাড়া ফেলেছে ‘কেরালা স্টোরি’র কাহিনী। মুক্তির মাত্র চার দিনের মধ্যেই এই ছবি অনেক টাকা আয় করে ফেলেছে। বিতর্কের মাঝেই দেশের নানা প্রান্তে এই ছবি দেখতে প্রেক্ষাগৃহে ভিড় জমাচ্ছেন উৎহাসী দর্শক। সেই সঙ্গে লক্ষ্মীলাভ হচ্ছে নির্মাতাদের৷ 

‘দ্য কেরালা স্টোরি’ মুক্তির প্রথম দিন মোট ৮ কোটি ৩ লক্ষ টাকার ব্যবসা করেছিল। স্বল্প বাজেটের ছবির ক্ষেত্রে যা নিশ্চিতভাবেই উল্লেখযোগ্য৷ দ্বিতীয় দিনে আরও বেশি ব্যবসা করে৷  আয় বাড়ে প্রায় ৪০ শতাংশ। শনিবার এই ছবির বক্স অফিস কালেকশন ১২ কোটি ৫০ লক্ষ টাকা। প্রথম দু’দিন প্রেক্ষাগৃহে চলার পর ‘কেলারা স্টোরি’ নিয়ে আরও বিতর্কের আগুন ছড়ায়৷ এরই মাঝে তৃতীয় দিন এই ছবি সারা দেশে আয় করে মোট ১৬ কোটি ৫০ লক্ষ টাকা৷ প্রথম তিন দিনেই বাঙালি পরিচালকের এই ছবির সম্মিলিত আয় ছাপিয়ে যায় ৩৫ কোটির গণ্ডি। যা পিছনে ফেলে ‘দ্য কাশ্মীর ফাইলস্‌’-কেও৷ 


এর পর অনেকেই মনে করছিলেন চতুর্থ দিনে হয়তো আয়ের অঙ্ক কিছুটা কমবে। কিন্তু ‘কেরালা স্টোরি’র অশ্বমেধের ঘোড়া ছুটেই চলেছে। সোমবার দেশে প্রায় ১০ থেকে ১১ কোটি টাকার ব্যবসা করে নেয় ‘কেরালা স্টোরি’।


 

Around The Web

Trending News

You May like