যৌন অভিনয় করে কত টাকা আয় করেছেন মিয়া খালিফা? জানালেন অভিনেত্রী

শরীর খালেই টাকা? বাজার চলতি এই ধারণাকেই এবার বদলে নিলেন পর্ন তারকা মিয়া খলিফা৷ টুইট করে নিজেই জানালেন যৌন অভিনয় করে ঠিক কত উপার্জন করেছেন তিনি৷ বিদেশি একটি টিভি চ্যালেনকে দেওয়া সাক্ষাৎকারে মিয়া খলিফা জানিয়েছেন, আমি পর্ন ছবি থেকে কোটি কোটি টাকা আয় করেছি, এটা নয়৷ আমি ১২ হাজার ডলার আয় করতে পেরেছি৷’’ ভারতীয় মুদ্রায়

যৌন অভিনয় করে কত টাকা আয় করেছেন মিয়া খালিফা? জানালেন অভিনেত্রী

শরীর খালেই টাকা? বাজার চলতি এই ধারণাকেই এবার বদলে নিলেন পর্ন তারকা মিয়া খলিফা৷ টুইট করে নিজেই জানালেন যৌন অভিনয় করে ঠিক কত উপার্জন করেছেন তিনি৷

বিদেশি একটি টিভি চ্যালেনকে দেওয়া সাক্ষাৎকারে মিয়া খলিফা জানিয়েছেন, আমি পর্ন ছবি থেকে কোটি কোটি টাকা আয় করেছি, এটা নয়৷ আমি ১২ হাজার ডলার আয় করতে পেরেছি৷’’ ভারতীয় মুদ্রায় যা সাড়ে আট লক্ষ টাকার কাছাকাছি৷ পর্ন তারকা আক্ষেপ, শরীর দেখিয়ে আয়ের একটি পয়সাও তিনি চোখে দেখতে পাননি৷ কখন তা খরচ হয়ে গিয়েছে, তার কোনও ইয়ত্তা নেয়৷ পর্ন ছেড়ে চাকরি খোঁজাটাও কঠিন ছিল বলেও জানিয়েছেন তিনি৷

২০১৪ সালের অক্টোবর মাসের প্রথম পর্ন ছবিতে অভিনয় করেন মিয়া খালিফা৷ পর্ন ফিল্মে কাজ করে পরিবারের সঙ্গে বাড়তে থাকে দূরত্ব৷ সেই দূরত্ব কমাতে পর্নস্টার পরবর্তী জীবন নিয়ে মিয়ার সাক্ষাত্কার এখন সোশ্যাল দুনিয়ায় ভাইরাল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 1 =