Aajbikel

অরিজিৎ থেকে নেহা, সুনিধি, শ্রেয়া... জানেন গান পিছু কত পারিশ্রমিক নেন এই তারকা শিল্পীরা

 | 
শ্রেয়া অরিজিৎ

কলকাতা: জীবনে প্রথম প্রেম হোক কিংবা না পাওয়ার বেদনা, প্রতিটি অনুভূতি যেন আরও বেশি তীব্র হয়ে ওঠে গানের ভাষায়৷ আর আমাদের জীবনের আবেগ ছুঁয়ে রয়েছে বলিউডের গান৷ শুধু তাই নয়৷ বলিউডে এমন অগণিত সিনেমা রয়েছে, যেগুলি বক্স অফিস হিট হওয়ার পিছনে রয়েছে নেপথ্য সঙ্গীত। যেমন ২০১৩ সালে মুক্তি পেয়েছিল আশিকি-২। এই ছবির প্রতিটি গান এতটাই জনপ্রিয় হয়েছিল যে, সারা দেশ জুড়ে তা সাড়া ফেলে দেয়।

আরও পড়ুন- জন্মদিনে বিকিনি লুকে হট দিশা, বার্সেলোনা থেকে উষ্ণতা ছড়ালেন অভিনেত্রী

একটি গান হিট হওয়ার পিছনে থাকে অনেকের হাত৷ শুধু গানের কথা নয়, একটি গান জনপ্রিয় হওয়ার পিছনে গায়কের অবদানও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। বলা যায়, একটি গান ‘হিট’ করানোর জন্য নেপথ্যগায়কের অবদান অনস্বীকার্য।


তবে মনের মতো প্লেব্যাক সিঙ্গার বা নেপথ্যগায়কে দিয়ে গান গাওয়ানোর জন্য বেশ মোটা অঙ্কের পারিশ্রমিক দিতে হয় প্রযোজকদের। আর এই পারিশ্রমিক নির্ভর করে, সেই গায়ক বা গায়িকা কতটা জনপ্রিয় তার উপর। জানেন ভারতের জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গাররা গান পিছু কত পারিশ্রমিক নেন?


বলিউডে জনপ্রিয় সঙ্গীতশিল্পীদের মধ্যে যাঁর নাম প্রথমেই বলতে হয়, তিনি অরিজিৎ সিং৷ যাঁর সুরের জাদুতে মোহিত সারা ভারতবর্ষ। মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে উঠে আসা এই শিল্পী খুব স্বল্প সময়ের মধ্যেই বলিউডে নিজের জায়গা পাকা করে নিয়েছেন৷ অনেকেই মনে করেন, রিয়্যালিটি শো ‘ফেম গুরুকূল’ থেকে কেরিয়ারের সূচনা হওয়া অরিজিতই আজ বলিউডের পয়লা নম্বর গায়ক৷ 

তাঁর ভক্তদের কথায়, অরিজিৎ-এর গাওয়া প্রেম-বিরহের গান চোখে জল এনে দেয়। তাঁর বহু শো-এ এই ঘটনা চাক্ষুষও করা গিয়েছে। অনেকের কাছেই অরিজিৎ নেপথ্যসঙ্গীতের রাজা। কিন্তু জানেন কি গান পিছু কত টাকা নেন শিল্পী? জানা গিয়েছে, গান পিছু নাকি ১৫ লক্ষ টাকা পারিশ্রমিক নেন বলিউডের এক নম্বর গায়ক।


অরিজিৎ পয়লা নম্বর হলে দ্বিতীয় স্থানে রয়েছেন বলিউডের অন্যতম জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার নেহা কক্কর৷ অরিজিতের মতো তিনিই উঠে এসেছেন রিয়্যালিটা শো থেকে৷ নেহার গলায় রয়েছে এক মাদকতা৷ বলিউডের একাধিক সুপারহিট আইটেম গানে গলা দিয়েছেন শিল্পী৷ গান পিছু ১০ লক্ষ থেকে ১৫ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন গায়িকা৷ 


 
এর পরেই বলতে হয় বাদশার নাম৷ পঞ্জাবি গায়ক হিসেবে আত্মপ্রকাশ করলেও ব়্যাপ গানের মাধ্যমে দ্রুত বলি পাড়ায় নিজের জায়গা পাকা করে নিয়েছেন বাদশা। বর্তমানে বলিউডের বেশির ভাগ আইটেম গানের নেপথ্য পুরুষ কণ্ঠ তাঁরই। বলিউডের ঠিক মূলধারার গান নয়, বরং একটু ভিন্ন স্বাদের গান গেয়েই জনপ্রিয় হয়ে উঠেছেন এই পাঞ্জাবি গায়ক। সূত্রের খবর, গান পিছু অরিজিৎ এবং নেহার থেকেও নাকি বেশি পারিশ্রমিক নেন বাদশা। গান পিছু তাঁর পারিশ্রমিক নাকি প্রায় ২০ লক্ষ টাকা৷


বাদশার পরেই জনপ্রিয়তার নিরিখে এগিয়ে রয়েছেন আরও এক পাঞ্জাবি গায়ক গুরু রণধাওয়া৷ পঞ্জাবি গায়ক হিসাবেই তিনি বলিউডে জনপ্রিয়তা কুড়িয়েছেন৷ বাদশার মতোই মিউডিক ভিডিয়োয় গলা দিয়েছেন গুরু৷ 


বলিউডে সঙ্গীত জগতে দুই দশকেরও বেশি সময় ধরে রাজত্ব করেছেন বঙ্গতনয়া শ্রেয়া ঘোষাল৷ শ্রেয়ার কন্ঠ শ্রোতাদের মন ছুঁয়ে গিয়েছে৷ তাঁর গাওয়া গানগুলি এক কথায় সুপারহিট। হিন্দি ও বাংলা ছাড়াও একাধিক ভাষায় গান গেয়েছেন শ্রেয়া। নেপথ্যগায়িকা হিসেবে গান পিছু নাকি ২০ থেকে ২৫ লক্ষ টাকা পারিশ্রমিক নেন গায়িকা৷


শ্রেয়ার পাশাপাশি বলিউডের আরও এক জনপ্রিয় নেপথ্যগায়িকা হিসেবে উঠে আসে সুনিধি চৌহানের নাম। সুনিধির গলায় সুরের খেলা তাঁর ভক্তকুলকে প্লাবিত করেছে। সময়ের বিচারে শ্রেয়ারও আগে ইন্ডাস্ট্রিতে পা দিয়েছেন সুনিধি। তিনিও শ্রেয়ার মতো একাধিক আঞ্চলিক ভাষায় গান গেয়েছেন৷ দেশের প্রায় প্রতিটি রাজ্যেই তিনি জনপ্রিয়। এক একটি গানের জন্য সুনিধির পারিশ্রমিক প্রায় ১০ থেকে ১৫ লক্ষ টাকা৷ 


 

Around The Web

Trending News

You May like