Aajbikel

বলিউডের তারকারা দক্ষিণে গিয়ে কে কত পারিশ্রমিক নেন? টাকার অঙ্ক শুনলে চোখ কপালে উঠবে

 | 
দিপীকা আলিয়া

মুম্বই: ফিল্মি দুনিয়ায় এখন আর বলিউডের একচ্ছত্র রাজত্ব নয়৷ সমান দাপট দেখাচ্ছে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিও৷ ক্রমে মুছে যাচ্ছে দুই ইন্ডাস্ট্রির বিভাজনরেখাও৷ দক্ষিণী তারকারা যেমন বলিউডে এসে দাপট দেখাচ্ছেন, তেমনই বলিউডের তারকারাও দক্ষিণী ছবি নিয়ে বেশ আগ্রহী। রশ্মিকা মন্দানা, সামান্থা রুথ প্রভুর মতো তারকারা হিন্দি ছবিতে কাজ করে যেমন নজর কাড়ছেন, তেমনই দীপিকা পাড়ুকোন, জাহ্নবী কাপুর, কিয়ারা আডবাণীর মতে বলিউডের প্রথম সারির নায়িকারাও এগিয়ে চলেছেন দক্ষিণ জয়ে৷ কিন্তু জানেন কি, দক্ষিণী ছবিতে কেমন পারিশ্রমিক নেন এই তারকারা? 
 

আরও পড়ুন- পূজা ভাটের ছবি থেকে বাদ পড়েও অভিষেকে সুপারহিট! স্বামী ছাড়ায় ডুবেছিলেন অবসাদে, মনে আছে স্মাইলিকে?

দীপিকা পাড়ুকোন-
বলিউডের প্রথম সারির নায়িকাদের মধ্যে তিনি অগ্রগণ্য৷ দীপিকাকে দেখা যাবে নাগ অশ্বিন পরিচালিত ‘প্রজেক্ট কে’ ছবিতে। এই ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে দক্ষিণের তারকা প্রভাসকে৷ প্যান-ইন্ডিয়ান ছবিতে অভিনয়ের জন্য তিনি বিরাট পারিশ্রমিক হেঁকেছেন। তেলুগু প্রতিবেদন অনুযায়ী ১০ কোটি টাকা নিচ্ছেন দীপিকা, ‘প্রজেক্ট কে’-র জন্য। 

জাহ্নবী কাপুর- 

শুধু দীপিকা নন, দক্ষিণী ছবিতে পা রাখতে চলেছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরও। জন্মদিনে প্রকাশ্যে এসেছে তাঁর নতুন ছবির সম্ভাব্য নাম৷  ‘এনটিআর ৩০’। এই ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে ‘আরআরআর’ অভিনেতা জুনিয়র এনটিআর-কে৷ জানা গিয়েছে, এর জন্য ৫ কোটি টাকা পারিশ্রমিক হেঁকেছেন জাহ্নবী৷ 

কিয়ারা আডবাণী-

দক্ষিণী ছবিতে কিন্তু আগেই হাত পাকিয়েছেন অভিনেত্রী কিয়ারা আডবাণী৷ অভিনয় করেছিলেন দক্ষিণী সুপারস্টার মহেশ বাবুর বিপরীতে। জানা যাচ্ছে,  এবার তাঁকে রাম চরণের বিপরীতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে৷  ছবির নাম ‘আর সি ১৫’। আর শেখর পরিচালিত এই ছবিতে অভিনয় করার জন্য কিয়ারা নাকি ৪ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন।

আলিয়া ভাট-

 দক্ষিণী ছবিতে অভিনয়ের ক্ষেত্রে পিছিয়ে নেই বলিউডের ‘গাঙ্গুবাই’-ও৷ ইতিমধ্যেই দক্ষিণের ছবিতে অভিনয় করেছেন আলিয়া৷ তবে মূল চরিত্রে দেখা যায়নি রণবীর-ঘরণীকে।  অস্কারজয়ী ‘আরআরআর’ ছবিতে আলিয়া ভাট ছিলেন অতিথি চরিত্রে। তাঁর চরিত্রের নাম ছিল সীতা। ওই ছবিতে রাম চরণ অভিনীত চরিত্রের প্রণয়ীর ভূমিকায় অভিনয় করেছিলেন আলিয়া। খুব স্বল্প সময়ের উপস্থিতির জন্যেই ৯ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন অভিনেত্রী।

অজয় দেবগন-

তিনি বলিউডের ‘সিংহম’৷ তবে আপাতত অজয় ব্যস্ত রয়েছে পরিচালনার কাজে। চলতি মাসের ৩০ তারিখ মুক্তি পাচ্ছে তাঁর পরিচালিক ছবি ‘ভোলা’। তাঁর অভিনীত শেষ ছবি ‘দৃশ্যম’ও দর্শকমহলে দাগ কেটেছিল। বলিউডের পাশাপাশি দক্ষিণেও কাজ করেছেন অজয়। তাঁকেও অতিথি চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে এসএস রাজামৌলি পরিচালিত ‘আরআরআর’-এ ছবিতে। জানা গিয়েছে, এর জন্য ২৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন অভিনেতা।

Around The Web

Trending News

You May like