অবশেষে জয়! প্রাক্তন স্ত্রীর থেকে ১১৫ কোটি ক্ষতিপূরণ পাচ্ছেন ‘জ্যাকস্প্যারো’

অবশেষে জয়! প্রাক্তন স্ত্রীর থেকে ১১৫ কোটি ক্ষতিপূরণ পাচ্ছেন ‘জ্যাকস্প্যারো’

আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ টালবাহানা এবং বিস্তর কাদা ছোঁড়াছুঁড়ির পর অবশেষে জয়ের মুখ দেখলেন হলিউডের ‘জ্যাকস্প্যারো’। প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলায় জয় হল জনি ডেপের। হলিউডের বিখ্যাত মুভি ‘পাইরেটস অফ ক্যারিবিয়ান’-এর নায়ক জনি ডেপ আদালতের নির্দেশে প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্টের কাছ থেকে ক্ষতিপূরণ বাবদ পাচ্ছেন ১৫ মিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় ১১৫ কোটি টাকা।

উল্লেখ্য ২০১৮ সালে ‘ওয়াশিংটন পোস্ট’ নামে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে গার্হস্থ্য হিংসার শিকার দাবি করে একটি প্রতিবেদন লিখেছিলেন জনি ডেপের প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ড। সেই প্রতিবেদনেই তিনি লেখেন, প্রায় প্রতিদিনই তিনি মানসিক এবং শারীরিকভাবে অত্যাচারিত হচ্ছেন। যদিও প্রতিবেদনের কোথাও সরাসরি জনির নাম ছিল না, কিন্তু তারপরেও এই প্রতিবেদনটিকে কেন্দ্র করে বিস্তর জলঘোলা শুরু হয়েছিল হলিউডে। এমনকি শোনা যায় এই প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার কয়েক দিন পরেই যে চরিত্রের জন্য জনি ডেপের এত পরিচিতি বিশ্বজুড়ে সেই ‘পাইরেটস অফ ক্যারিবিয়ান’-এর ‘জ্যাকস্প্যারো’ চরিত্রটি থেকেই সরিয়ে দেওয়া হয়েছিল জনিকে। ওই প্রতিবেদনের কারণে রাতারাতি একঘরে হতে হয় প্রখ্যাত এই হলিউড নায়ককে। এই সমস্ত দাবিকে সামনে রেখেই প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা ঠোকেন জনি এবং মোটা অঙ্কের ক্ষতিপূরণ দাবি করেন। জনি ডেপের অভিযোগ ছিল মিথ্যা বলে তাঁকে ফাঁসানোর চেষ্টা করছেন তাঁর প্রাক্তন স্ত্রী। এছাড়া আম্বার হার্ড জনি ডেপের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলাও দায়ের করেছিলেন। সেই মামলাটিকেও ভুয়ো বলে দাবি করেন জনি।

 বিগত ছয় সপ্তাহ ধরে ফেয়ারফ্যাক্স কাউন্টি সার্কিট কোর্টে এই হাইপ্রোফাইল মামলার শুনানি চলছিল। এই মামলার শুনানি আদালতে শুরু হওয়ার প্রথম থেকেই জনি ডেপের পাশে এসে দাঁড়িয়েছিলেন তাঁর কয়েক লক্ষ ভক্ত, অনুরাগী। এমনকি জনি ডেপের প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধেও সরব হয়েছিলেন তারা। প্রসঙ্গত খুব শীঘ্রই একোয়াম্যান ছবির হাত ধরে ফের পর্দায় আসতে চলেছেন অ্যাম্বার হার্ড। কিন্তু এই সিনেমা থেকে যাতে আম্বারকে বাদ দেওয়া হয় সেই দাবি তুলে জনি ডেপের কয়েক লক্ষ ভক্ত, অনুরাগী একটি পিটিশন জমা দিয়েছিল। তার জেরে অ্যাকুয়াম্যান সিনেমায় হার্ডের চরিত্রটিও অনেকটাই ছোট করে দেওয়া হয়েছে বলে খবর। এরপর আদালতেও শেষমেষ জয় হল জনির। বুধবার মধ্যরাতে এই মামলার রায় ঘোষণা করেন আদালতের সাত সদস্যের জুরি। আদালতের দাবি, হার্ডের লেখা ওই প্রতিবেদনের কারণে সত্যিই সম্মানহানি হয়েছে জনি ডেপের। এছাড়া আম্বার হার্ডের জনির বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগই মিথ্যা এবং অবমাননাকর। আর তাই আদালতের নির্দেশে জনি ডেপের প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডকেই ১১৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − eight =