Aajbikel

‘হিন্দুরা অনেক বেশি সহনশীল, ভারত কখনও আফগানিস্তান হবে না’, জাভেদ মন্তব্যে চাঞ্চল্য

 | 
জাভেদ
 

মুম্বই: হিন্দুদের দরাজ সার্টিফিকেট দিলেন বিখ্যাত গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার৷ তাঁর কথায়, বিশ্বের মধ্যে সবচেয়ে শোভনীয় ও সহনশীল হচ্ছে হিন্দুরা৷ মঙ্গলবার শিবসেনা মুখপত্র সামনায় এমনটাই লিখলেন তিনি৷ আরএসএস ও বিশ্ব হিন্দু পরিষদকে তালিবানের সঙ্গে এক আসনে বসিয়ে যখন বিতর্কের কেন্দ্রে জাভেদ আখতার, ঠিক তখনই সামনায় প্রকাশিত হল তাঁর এই প্রবন্ধ৷ সেখানে উদ্ধব ঠাককেক সমর্থনেও সরব হয়েছেন তিনি৷ জাভেদ আখতারের কথায়, মুখ্যমন্ত্রীর অতি বড় সমালোচকও বলতে পারবেন না তিনি বিভেদ তৈরি করেন৷ 

আরও পড়ুন- ‘বলিউডের এখনকার অবস্থা হিটলারের জার্মানির মতো’, ফের বিস্ফোরক নাসিরুদ্দিন

উল্লেখ্য, দিন কয়েক আগে একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে জাভেদ আখতার বলেছিলেন,  ‘‘তালিবানরা যে ভাবে একটি ইসলামিক রাষ্ট্র গড়ে তুলতে চায়, ঠিক সেভাবেই কিছু মানুষ চান হিন্দুরাষ্ট্র গড়ে তুলতে। তাঁরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, ইহুদি, যাই হন না কেন, মানসিকতার দিক থেকে তারা সকলেই এক।’ এখানেই থেকে থাকেননি তিনি৷ আরএক ধাপ এগিয়ে তিনি বলেন, ‘‘তালিবানরা বর্বর এটা সত্যি৷ কিন্তু যাঁরা আরএসএস, ভিএইচপি, বজরঙ দলকে সমর্থন করেন তারাও তাদেরই মতো৷’ 


জাভেদ আখতারের এই মন্তব্যের পরেই গত ৬ই সেপ্টেম্বর শিবসেনা মুখপত্র সামনাতে সম্পাদকীয় প্রতিবেদন প্রকাশ করা হয়৷ যেখানে তাঁর এই মন্তব্যের মৃদু সমালোচনাও করা হয়। বলা হয়, আরএসএস, ভিএইচপির সঙ্গে জড়িত মানুষদের তালিবানের সঙ্গে তুলনা করা হিন্দু সংস্কৃতির কাছে অমর্যাদাকর৷ এর পরেই নয়া প্রবন্ধে তিনি বলেন, আমাকে অনেক সমালোচনা শুনতে হচ্ছে৷ তবে আমি বলচে চাই, গোটা বিশ্বের মধ্যে বেশিরভাগ হিন্দু শোভনীয় ও সহনশীল৷ তাই ভারত কখনও আফগানিস্তান হবে না।’’ 
 

Around The Web

Trending News

You May like