জামাইয়ের সঙ্গে রোম্যান্স করতে নেই আপত্তি, প্রথা ভাঙতে চান হিনা খান

নাগিন ৫ মরশুমে দর্শক পেয়েছিল হিনা খান এবং ধীরজ ধুপারকে। সম্প্রতি তাঁরা একটি মিউজিক ভিডিওয় ফের একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। হিনা জানিয়েছেন গতানুগতিকতা ভাঙতে তিনি সবসময়ই তৈরি। এর জন্য তাঁর অনস্ক্রিন জামাই বা ছেলের সঙ্গে ভবিষ্যতে অনস্ক্রিন রোম্যান্স করতে তাঁর আপত্তি নেই।

 

মুম্বই: নাগিন ৫ মরশুমে দর্শক পেয়েছিল হিনা খান এবং ধীরজ ধুপারকে। সম্প্রতি তাঁরা একটি মিউজিক ভিডিওয় ফের একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। হিনা জানিয়েছেন গতানুগতিকতা ভাঙতে তিনি সবসময়ই তৈরি। এর জন্য তাঁর অনস্ক্রিন জামাই বা ছেলের সঙ্গে ভবিষ্যতে অনস্ক্রিন রোম্যান্স করতে তাঁর আপত্তি নেই।

হিনা ও ধীরজকে যে মিউজিক ভিডিওয় দেখা গিয়েছে তার নাম ‘হামকো তুমি মিল গয়ে’। নাগিন ধারাবাহিকের পর এর জন্য অন-স্ক্রিনে পুনরায় একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের। লঞ্চের কয়েক ঘণ্টার মধ্যেই গানটি অনলাইনে অনেকেই দেখে ফেলেন। লাইকের সংখ্যাও হু হু করে বাড়তে থাকে এবং বর্তমানে এটি ট্রেন্ডগুলির একটি হয়ে দাঁড়িয়েছে। এক সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে অভিনেত্রী শেয়ার করেছেন যে তিনি স্টেরিওটাইপস এবং বাধাগুলি ভেঙে ফেলতে চান এবং গানটি নিয়ে কথাও বলেছেন।

আরও পড়ুন: কৃষি বিল নিয়ে উত্তাল দেশ, কেন্দ্রের ‘কৃষক মৃত্যু পরিয়োনা’য় সই করবে না কংগ্রেস!

হিনা জানিয়েছেন যে প্রিয়ঙ্ক শর্মা, যিনি তাকে তাঁর সর্বশেষ সিঙ্গল ‘রানঝানা’য় রোম্যান্স করতে দেখা গিয়েছিল, তিনি বাস্তব জীবনে তাঁর চেয়ে কম বয়সী। অভিনেত্রী বলছেন যে মহসিন খান এবং রোহান মেহরা, অনস্ক্রিনে যথাক্রমে যিনি ‘রিশতা কেয়া কেহলতা হ্যায়’ শোতে তাঁর অনস্ক্রিন জামাই এবং পুত্রের ভূমিকায় অভিনয় করছেন, তাঁদের সঙ্গেও রোম্যানন্স করতে তাঁর আপত্তি নেই। তিনি বলেছেন যদি তাদের রসায়ন যদি অন স্ক্রিনে কাজ করে এবং দর্শক তাঁদের জুটি পছন্দ করে, তবে কেউই এতে আপত্তি করবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − one =