হ্যালো, তুমি কি সানি লিওন? বাজারে ছড়াল পর্ন তারকার নম্বর

নয়াদিল্লি: অঞ্জন দত্তের সেই গান৷ ‘এটা কি ২৪৪-১১৩৯, বেলা বোস তুমি শুনতে পারছ?’ কালজয়ী সেই গানে ঠেলায় কার্যত বাধ্য হয়ে ২৪৪-১১৩৯ নম্বরটি বদলে ফলেছিলেন কলকাতা ব্যবসায়ী৷ কেননা, বেলা বোসকে খুঁজতে লাগাতার আসছিল ফোন৷ বিড়ম্ববনা এড়াতে ফোন নম্বর পরিবর্তন করতে ব্যবসায়ী বাধ্য হলেও এবার সেই একই রকম সমস্যায় পড়েলন দিল্লির বাসিন্দা পুনীত আগরওয়ালের৷ তবে, এবার বেলা

হ্যালো, তুমি কি সানি লিওন? বাজারে ছড়াল পর্ন তারকার নম্বর

নয়াদিল্লি: অঞ্জন দত্তের সেই গান৷ ‘এটা কি ২৪৪-১১৩৯, বেলা বোস তুমি শুনতে পারছ?’ কালজয়ী সেই গানে ঠেলায় কার্যত বাধ্য হয়ে ২৪৪-১১৩৯ নম্বরটি বদলে ফলেছিলেন কলকাতা ব্যবসায়ী৷ কেননা, বেলা বোসকে খুঁজতে লাগাতার আসছিল ফোন৷ বিড়ম্ববনা এড়াতে ফোন নম্বর পরিবর্তন করতে ব্যবসায়ী বাধ্য হলেও এবার সেই একই রকম সমস্যায় পড়েলন দিল্লির বাসিন্দা পুনীত আগরওয়ালের৷ তবে, এবার বেলা বোস নন, অনুরাগীরা চাইছেন সানি লিওনকে৷

সম্প্রতি মুক্তি পেয়েছে একটি ছবি ‘অর্জুন পাতিয়ালা’৷ ওই ছবিতে দেখা গিয়েছে অভিনেত্রী সানি লিওনকে৷ সেখানে অংশে ছবির কেন্দ্রীয় চরিত্র দলজিতকে নিজের ফোন নম্বর দিতে দেখা যায় সানিকে৷ সানি যে নম্বরটি দলজিতকে দিয়েছেন, আদতে তা পুনীতের৷ ছবিটি মুক্তি পাওয়ার পর থেকে তাঁর নম্বরে ফোন আসতে শুরু করে৷

সেই ছবি দেখে নেটিজেনরা অভিনেত্রী সানি লিওনের নম্বর ভেবে দিন-রাত এক করে ফোন করতে থাকেন৷ এতে মহা ফাঁপড়ে পড়েছেন ২৭ বছর বয়সি এই যুবক৷ সানিকে চেয়ে পুনীতকে পেয়ে ফোন থেকে ধেয়ে আসতে শুরু করে গালাগালি৷ অচেনা নম্বর থেকে দিনে প্রায় ১০০ থেকে ১৫০টি করে ফোন পেয়ে চূড়ান্ত বিপাকে পড়েন ওই যুবক৷ কখনও ফোনের ওপ্রান্ত থেকে ভেসে আসছে কুপ্রস্তাব৷ কখনওবা ভিডিও কলের অনুরোধ৷ এহেন ফোনের ঠেলায় কার্যত দিশেহারা অবস্থা পুনীতে চলচ্চিত্র নির্মাতার বিরুদ্ধে আদালতে মামলা করতে চলেছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + seven =