Aajbikel

শীজানের সঙ্গে বিচ্ছেদই হয়নি! তুনিশার হিজাব পরা নিয়েও বিস্ময়কর তথ্য অভিনেতার দিদির

 | 
তুনিশা শীজান

মুম্বই: হিন্দি টেলি জগতের চেনা মুখ, অভিনেত্রী তুনিশা শর্মার মৃত্যু রহস্যের জট এখনও কাটেনি৷ উঠে আসেছে একের পর এক তথ্য৷ অভিনেত্রীর কাকা প্রথম থেকেই তাঁর মৃত্যুর কারণ হিসাবে ‘লভ জিহাদ’-কে দায়ি করেছেন। তুনিশার কাকা পবন শর্মার বিস্ফোরক দাবি ছিল,  তাঁর ভাইঝি শীজান খানের সঙ্গে সম্পর্কের জেরে হিজাব পরতে শুরু করেছিলেন৷ তাঁদের সম্পর্কের মাঝে ধর্ম যাতে বাধা হতে দাঁড়াতে না পারে, তার জন্য সব রকম ব্যবস্থা করতে উঠেপড়ে লেগেছিলেন তুনিশা৷ সোশ্যাল মিডিয়া তাঁর হিজাব পরা ছবিও ভাইরাল হয়েছিল এক সময়। শীজানের সঙ্গে বিচ্ছেদ এবং অভিনেত্রীর মৃত্যুর পর তাঁর সেই হিজাব পরা ছবি যেন আগুনে ঘৃতাহুতি দিয়েছে৷ কিন্তু সোমবার শীজানের দিদি সাংবাদিক সম্মেলন করে জানালেন, তুনিশার যে ছবি নেটপাড়ায় ঘুরছে, তার কোনও বাস্তবতা নেই। এই ছবি শুটিং এর দৃশ্য থেকে নেওয়া৷ 

আরও পড়ুন- খুব শীঘ্রই দ্বিতীয়বার বিয়ের পিড়িতে মালাইকা! কবে বাজছে বিয়ের সানাই?তুনিশার মৃত্যুর পর তাঁর মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশের হেফাজতে রয়েছেন শীজান। দিনরাত জেরা করা হচ্ছে তাঁকে। অভিনেতার দিদির দাবি, জেলের মধ্যে তাঁর ভাইয়ের উপর অত্যচার করা হচ্ছে৷ শুধু তা-ই নয়, এত দিন ধরে তুনিশার পরিবার দাবি করে আসছিল, অভিনেত্রীর মৃত্যুর ১৫ দিন আগেই নাকি সম্পর্ক ভেঙেছিলেন শীজান। সেই অবসাদেই আত্মহননের মতো চূড়ান্ত পথ বেছে নেন অভিনেত্রী। এত দিন পর অভিনেতার দিদি সাংবাদিক বৈঠকে দাবি করলেন, তাঁদের সম্পর্ক কখনও ভাঙেইনি। বরং মানসিক অবসাদে ভুগছিলেন তুনিশা৷ পাশাপাশি তুনিশার পরিবারের দিকেও আঙুল তুলেছেন তাঁরা৷  

Around The Web

Trending News

You May like