Aajbikel

প্লেটলেট পরীক্ষা হয়েছে, এখন কেমন আছেন ডেঙ্গি আক্রান্ত শ্রীজাত

 | 
srijato

কলকাতা: কবি তথা পরিচালক শ্রীজাত বন্দ্যোপাধ্যায় ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। গত ক'দিন ধরে জ্বরে কাবু হওয়ার পর তাঁর শারীরিক পরীক্ষা করা হয়। তাতেই ধরা পড়ে ডেঙ্গি। আপাতত তিনি শহরের এক হাসপাতালে চিকিৎসাধীন। এখন কেমন আছেন তিনি? হাসপাতাল সূত্রে খবর, উদ্বেগের কোনও কারণ নেই। তাঁর শারীরিক অবস্থা আগের থেকে স্থিতিশীল। যদিও প্লেটলেট কাউন্ট নিয়ে সামান্য চিন্তা আছে। 

চিকিৎসকরা জানিয়েছে, কবির প্লেটলেট এই মুহূর্তে ৪১ হাজার থেকে ৬০ হাজারের মধ্যে রয়েছে। তাই প্লেটলেট কাউন্ট যাতে কোনও ভাবেই না কমে সেই দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। বুধবার আবার তাঁর প্লেটলেট পরীক্ষা করা হবে। আশা করা হচ্ছে, চলতি সপ্তাহের মধ্যেই তিনি আগের থেকে আরও বেশি সুস্থ হয়ে উঠবেন। তবে তাঁকে কবে হাসপাতাল থেকে ছাড়া হবে, সে ব্যাপারে এখনও কিছু বলা হয়নি। কয়েক দিন আগে টেলিভিশন তারকা রুবেল দাস এবং অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা ডেঙ্গি আক্রান্ত হন। রুবেল সুস্থ হলেও সায়ন্তনীর অবস্থা এখনও স্থিতিশীল নয়। তিনি এখনও হাসপাতালে ভর্তি। 

রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। একাধিকবার বৈঠক করে পুরসভা এবং জেলায় জেলায় বেশকিছু নির্দেশ দেওয়া হয়েছে। ফিভার ক্লিনিক চালু করা থেকে শুরু করে মশা নিয়ে সচেতনতা বৃদ্ধি সবই করা হচ্ছে। কিন্তু পরিস্থিতির যে তেমন কোনও পরিবর্তন এখনও আসেনি তা স্পষ্ট। 

Around The Web

Trending News

You May like