হনুমান কোনও ভগবান নন! ‘আদিপুরুষের’ সংলাপ লেখকের আরও বিতর্কিত মন্তব্য

হনুমান কোনও ভগবান নন! ‘আদিপুরুষের’ সংলাপ লেখকের আরও বিতর্কিত মন্তব্য

মুম্বই: ‘আদিপুরুষ’ সিনেমা হলে মুক্তি পাওয়ার পর বিতর্কের ঝড় সৃষ্টি হয়েছে। রামায়ণের কাহিনী অবলম্বনে তৈরি ছবির চরিত্রদের মুখে নিম্নরুচির সংলাপ, রামায়ণের আসল কাহিনীর ইচ্ছে মতো পরিবর্তন, এমনকি চরিত্রদের পোশাক নিয়ে এমনিতেই রেগে আগুন দর্শক। অধিকাংশ সিনেমাপ্রেমীরা এই ছবিকে পছন্দ করেননি বরং দাবি করা হয়েছে যে, ‘আদিপুরুষ’ রামায়ণকে অপমান করেছে। এবার বিতর্কের মাত্রা আরও বাড়ালেন এই ছবির সংলাপ লেখক মনোজ মুন্তাসির। তাঁর দাবি, হনুমান কোনও ভগবান নন, তিনি শুধুই ভক্ত! তাঁর এই মন্তব্যে নতুন করে ক্ষোভ বেড়েছে। 

‘আদিপুরুষ’ ছবিতে রামায়ণের যে রূপ দেখানো হয়েছে তা কেউই মেনে নিতে পারছেন না। সিনেমা মুক্তির আগে নির্মাতারা দাবি করেছিলেন যে, এই ছবি রামায়ণের গল্প থেকে একটুকু সরেনি। কিন্তু ছবি রিলিজের পর দেখা গিয়েছে সম্পূর্ণ অন্য চিত্র। রাম, সীতা, রাবণের ইতিহাসই প্রায় বদলে দেওয়া হয়েছে। বিতর্ক শুরু হওয়ার পর নির্মাতারা জানিয়েছিলেন, ছবির সংলাপ এবং আপত্তি ওঠা ইস্যুগুলিকে বদলে ফেলা হবে। তবে তার মধ্যেই আবার নতুন বিতর্ক। ছবির সংলাপ লেখক মনোজ মুন্তাসির বললেন, হনুমান ভগবান নন, তিনি শুধুই ভক্ত। তাঁকে ভগবান বানান হয়েছে। এদিকে ছবিতে বজরংবলীর মুখে যে সংলাপ নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে, তা নিয়ে তাঁর যুক্তি, হনুমান কখনও দার্শনিকদের মতো কথা বলতে পারেন না।