মুম্বই: শাড়িতেই নারী, এটাই যেন আরও একবার নিন্দুকদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন নৃত্যশিল্পী কোরিওগ্রাফার রুক্মিণী বিজয়কর। শাড়ি পরে নিখুঁত ভাবে শরীরচর্চা করা যায় না, এই ধরনের ভুল ধারণা দূর করলেন শাড়ি পড়ে জিমনাস্টিক স্টেপস করে৷ এর আগে শাড়ি পড়ে কঠিন জিমনাস্টিক স্টেপ করে দৃষ্টান্ত তৈরি করেছেন এষনা কুট্টি, পারুল অরোরা থেকে শুরু করে অনেকেই, এবার রুক্মিণী বিজয়করের নামও সেই তালিকায় যুক্ত হল।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন রুক্মিণী বিজয়কর। ভিডিওয় দেখা যাচ্ছে, শাড়ি পরেই স্ট্রেচ, হেডস্ট্যান্ড, কার্ট-হুইলের মতো কঠিন স্টেপ সাবলীল ভাবে করছেন তিনি। ভিডিওটির ক্যাপশনে রুক্মিণী জানিয়েছেন, ২০২০ সালে বিশ্ব যোগ দিবসের আগে তিনি একটি ভিডিও কোরিওগ্রাফ করেছিলেন তিনি৷ শেয়ার করা এই ভিডিওয় তারই কয়েক ঝলক দেখা যাচ্ছে। ভিডিওটি ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে এবং ১০ এপ্রিল পোস্ট হওয়ার পরে নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। এটি ৬.৫ লক্ষেরও বেশি মানুষ দেখেছেন। ভিডিওটিতে প্রচুর মানুষ তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন এবং মুগ্ধও হয়েছেন। তবে কেউ কেউ আবার কটাক্ষ করতে ছাড়েননি৷
বিখ্যাত ভারতীয় কোরিওগ্রাফার ছাড়াও রুক্মিণী বিজয়কর একজন ভরতনাট্যম নৃত্যশিল্পী। দক্ষিণ ভারতের বহু চলচিত্রের নৃত্য পরিচালকও তিনি। শাড়ি পরে বিভিন্ন জিমনাস্টিক স্টেপ করার সময়ে তাঁকে দেখে একবারও মনে হয়নি যে কোথাও কোনও রকম অস্বস্তি হয়েছে। বরং তাঁর হাসির ভঙ্গিমায় পরিষ্কার আত্মতৃপ্তির ঝলক দেখা যাচ্ছে। প্রতিটি স্টেপেই তিনি সাবলীল ও স্বাচ্ছন্দ্য। এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকই ক্রমশ জনপ্রিয়তা বাড়ছে নৃত্যশিল্পী রুক্মিণী বিজয়করের। এর আগেও সোশ্যাল মিডিয়ায় এরকম ভিডিও ভাইরাল হয়েছে। এই বছরের শুরুর দিকে এই ধরনের আরও একটি ভিডিএ ভাইরাল হয়৷ সেই ভিডিওতে জাতীয় স্বর্ণপদকজয়ী জিমন্যাস্ট পারুল অরোরাকে শাড়ি পরে নিখুঁত ভাবে পিছনে এবং সামনের দিকে ফ্লিপ করতে দেখা গিয়েছে।