Aajbikel

৪০তম জন্মদিনের আগেই মা হলেন ‘বিগ বস্‌’ জয়ী গওহর খান

 | 
gahar

মুম্বই: বছর দু’য়েক আগে বিয়ে হয়েছিল তাঁর৷ দ্বিতীয় বছরের বিবাহবার্ষিকীর আগেই শোনালেন সুখবর৷ মা হলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী গওহর খান। বৃহস্পতিবার মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের নিজেই সে সুখবর ভাগ করে নেন গহর এবং তাঁর স্বামী জায়েদ দরবার। 


এদিকে আর দু’মাস পর ৪০-এ পা দেবেন অভিনেত্রী। জন্মদিনের ঠিক আগে জীবনের সবচেয়ে বড় উপহার এল তাঁর কাছে৷ সন্তানের জন্মের পরই বিগ বস সিজন ৭ -এর বিজয়িনী সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘আসসালাম ওয়ালাইকুম এই সুন্দর পৃথিবী। আমাদের অফুরন্ত খুশির ঠিকানা ১০ই মে এই পৃথিবীর আলো দেখেছে। আমরা বুঝতে পারছি আসল খুশির অর্থটা ঠিক কী৷ আমাদের পুত্র সন্তান আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছে এত ভালোবাসার জন্য। ইতি-কৃতজ্ঞ খুশিতে উচ্ছ্বসিত এবং হাসতে থাকা বাবা-মা, জায়েদ ও গওহর।’’ গোটা বিষয়টি সোশ্যাল মিডিয়ায় জানান, সুন্দর একটি কার্ড পোস্ট করে। 

গওহরের মা হওয়ার খবরে তাঁকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছে বলিউডের একাধিক তারকা। অনুষ্কা শর্মার লিখেছেন, ‘‘অভিনন্দন।’’ সমীরা রেড্ডি বলেন, ‘‘শুভেচ্ছা।’’ দিয়া মির্জা লেখেন, ‘‘অনেক অনেক অভিনন্দন।’’ কিশ্বর মার্চেন্ট বলেন, ‘‘মাসাআল্লাহ! তোমাদের অভিনন্দন জানাই।’’

উল্লেখ্য, ২ বছর আগে ২০২০ সালে নিজের থেকে প্রায় ১২ বছরের ছোট জায়েদ দরবারকে বিয়ে করেন অভিনেত্রী গওহর খান। জায়েদ সুরকার ইসমাইল দরবারের ছেলে৷  নিজের থেকে অনেক ছোট বয়সের ছেলেকে বিয়ে করায় প্রথমদিকে নানা কটাক্ষ শুনতে হয়েছিল গওহরকে। কিন্তু সেসবে পাত্তা দেননি তিনি। 

Around The Web

Trending News

You May like