উষ্মতা ছড়াতে ফিরছেন ‘ফুলওয়া বউদি’, এবার কে? দেখুন ভিডিও

কলকাতা: নতুন সিজন নিয়ে ফের মোবাইলের স্ক্রিনে ফিরছে দুপুর ঠাকুরপো৷ এই সিরিজের প্রথম দুটো জিরিজে উমা বউদি ও ঝুমা বউদির চরিত্রে অভিনয় করে তুফান তুলেছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায় ও মোনালিসা৷ এবার তৃতীয় সিরিজে কাকে বউদির চরিত্রে দেখা যাবে তা অবশেষে প্রকাশ্যে এসেছে৷ এবারে গোটা গল্পের কেন্দ্রে রয়েছে ‘ফুলওয়া বউদি’৷ ‘ফুলওয়া বউদি’র চরিত্রে দেখা যাবে ফ্লোরা সাইনিকে৷

উষ্মতা ছড়াতে ফিরছেন ‘ফুলওয়া বউদি’, এবার কে? দেখুন ভিডিও

কলকাতা: নতুন সিজন নিয়ে ফের মোবাইলের স্ক্রিনে ফিরছে দুপুর ঠাকুরপো৷ এই সিরিজের প্রথম দুটো জিরিজে উমা বউদি ও ঝুমা বউদির চরিত্রে অভিনয় করে তুফান তুলেছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায় ও মোনালিসা৷ এবার তৃতীয় সিরিজে কাকে বউদির চরিত্রে দেখা যাবে তা অবশেষে প্রকাশ্যে এসেছে৷

উষ্মতা ছড়াতে ফিরছেন ‘ফুলওয়া বউদি’, এবার কে? দেখুন ভিডিওএবারে গোটা গল্পের কেন্দ্রে রয়েছে ‘ফুলওয়া বউদি’৷ ‘ফুলওয়া বউদি’র চরিত্রে দেখা যাবে ফ্লোরা সাইনিকে৷ মূলত দক্ষিণী ছবি করলেও হিন্দি ছবিতেও অভিনয়ের পর এবার বাংলায়৷ রাজকুমার রাও-শ্রদ্ধা কাপুর অভিনীত ‘স্ত্রী’ ছবিতে তাঁকে দেখা গিয়েছিল৷

ওয়েব সিরিজের হাত ধরে টলিউডে পা রাখেছেনন ফ্লোরা৷ কলকাতায় তাঁর মডেলিং কেরিয়ার শুরু৷ ফলে, কাজের হাত ধরে সেই কলকাতায় ফিরে পেরে খুশি ফ্লোরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × two =