Aajbikel

অভিষেকের সঙ্গে বিচ্ছেদের জল্পনা তুঙ্গে! এরই মাঝে ঐশ্বর্যাকে বিয়ের স্বপ্ন পাক ক্রিকেটারের

 | 
আবদুল রজ্জাক ঐশ্বর্য

মুম্বই: বলিউড অভিনেতা অভিষেক বচ্চনের সঙ্গে কি বিচ্ছেদের মুখে বিশ্বসুন্দরীর সম্পর্ক? অভিষেক ও ঐশ্বর্য রাই বচ্চনের বিচ্ছেদ নিয়ে গুঞ্জন ছড়িয়েছে বলিপাড়ায়৷ অভিষেকের সঙ্গে রাই সুন্দরীর বিচ্ছেদের জল্পনার মাঝেই ঐশ্বর্যাকে বিয়ের স্বপ্ন দেখতে শুরু করলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার আব্দুল রজ্জাক! তাঁর মন্তব্য ঘিরে শোরগোল৷ অনেকেই তাঁর মন্তব্যকে ভাল চোখে নেননি।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের সমালোচনা করতে গিয়ে ঐশ্বর্যার প্রসঙ্গ টেনে আনেন আব্দুল রজ্জাক। বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায়ের পর সে দেশের একটি টেলিভিশন চ্যানেলে রজ্জাক বলেন, ‘‘আমি পাকিস্তান ক্রিকেট বোর্ডের সদিচ্ছা নিয়ে সন্দিহান। আমি যখন ক্রিকেট  খেলতাম তখন আমার অধিনায়ক ইউনিস খানের উপর পুরো ভরসা ছিল। আমি জানতাম যে ও পাকিস্তানকে জেতাতে চায়। সেই কারণে আমরাও নিজেদের সেরাটা উজার করে দিতাম। অনেক সময়ই আমরা জিততে পেরেছি। এখন সেই ইচ্ছাটাই চলে গিয়েছে সবার।’’

এর পরেই ঐশ্বর্যার উদাহরণ টেনে এনে রজ্জাক বলেন, ‘‘যদি আমি ভাবি যে ঐশ্বর্যার সঙ্গে আমার বিয়ে হবে, তার পর সুন্দর সুন্দর সন্তান হবে, সেটা কখনই সম্ভব নয়! আগে নিজের মানসিকতাকে ঠিক করতে হবে। এটা সকলকে বুঝতে হবে যে আমি কী চাই। তা না হলে ভাল ক্রিকেটারও তৈরি হবে না আর পাকিস্তানও জিততে পারবে না।’’

Around The Web

Trending News

You May like