মুম্বই পুলিশের বিরুদ্ধে ‘অপমানসূচক’ মন্তব্য, কঙ্গনাকে আইনি নোটিস প্রাক্তন পুলিশকর্তার

মুম্বই: ফের আইনি জটে জড়িয়ে পড়লেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। এবার তাঁকে আইনি নোটিশ পাঠালেন এক প্রাক্তন পুলিশ আধিকারিক। মুম্বইয়ের পুলিশ বাহিনীর বিরুদ্ধে তার মন্তব্যের জন্য অভিনেত্রী কঙ্গনা রানাউতের কাছে মুম্বই পুলিশের প্রাক্তন এক কর্মকর্তা আইনি নোটিস পাঠিয়েছেন বলে জানা গিয়েছে। খবরে বলা হয়েছে, প্রাক্তন শীর্ষ পুলিশকর্তা অভিনেত্রীকে তাঁর মন্তব্যের জন্য ক্ষমা চাইতে বলেছেন।

64aa0440da2bf4d4c4f10cd4e59700a2

মুম্বই: ফের আইনি জটে জড়িয়ে পড়লেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। এবার তাঁকে আইনি নোটিশ পাঠালেন এক পুলিশ আধিকারিক। মুম্বইয়ের পুলিশ বাহিনীর বিরুদ্ধে তার মন্তব্যের জন্য অভিনেত্রী কঙ্গনা রানাউতের কাছে মুম্বই পুলিশের প্রাক্তন এক কর্মকর্তা আইনী নোটিশ পাঠিয়েছেন বলে জানা গিয়েছে। খবরে বলা হয়েছে, প্রাক্তন শীর্ষ পুলিশকর্তা অভিনেত্রীকে তাঁর মন্তব্যের জন্য ক্ষমা চাইতে বলেছেন।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে ওই পুলিশকর্তা যে নোটিশ পাঠিয়েছেন সেখানে কঙ্গনার সোশ্যাল মিডিয়া মন্তব্যগুলিকে উল্লেখ করা হয়েছে। কিছুদিন আগে অভিনেত্রী বলেছিলেন মুম্বইয়ে থেকে তাঁর মনে হয় তিনি পাক অধিকৃত কাশ্মীরে রয়েছেন। অভিনেত্রীর এমন পাকিস্তান অধিকৃত কাশ্মীর ও তালিবানদের সঙ্গে তুলনা করা বিষয়টিকে “মানহানি” বলে অভিহিত করেছেন ওই পুলিশকর্তা। এছাড়া কঙ্গনা মুম্বই, মহারাষ্ট্র পুলিশের বিরুদ্ধেও অভিযোগ করেছিলেন। তিনি হিমাচল প্রদেশ সরকারের থেকে বা সরাসরি কেন্দ্রের থেকে সুরক্ষা চেয়েছিলেন। তিনি জানিয়েছিলেন যে মুম্বই পুলিশের প্রতি তাঁর কোনও বিশ্বাস নেই। এই নিয়েও ওই নোটিশে উল্লেখ করা হয়েছে বলে খবর। 

62ea9f4e4cc23a097ed81d49dd481bb8

আরও পড়ুন: দিদির দেওয়া ওষুধেই মৃত্যু সুশান্তের, ২ দিদির বিরুদ্ধে মামলা রুজু রিয়ার

তাঁর আইনি নোটিশে প্রাক্তন ওই পুলিশ কর্মকর্তা কঙ্গনা রানাউতকে তাঁর মন্তব্যের ন্যায্যতা বা মানহানির জন্য “ক্ষতিপূরণ” দিতে প্রস্তুত থাকতে বলেছেন। যদিও ৯ সেপ্টেম্বর মুম্বই শহরে পৌঁছে কেন্দ্র থেকে কঙ্গনাকে ওয়াই প্লাস সুরক্ষা দেওয়া হয়েছে। এদিকে, শিবসেনার বিধায়ক প্রতাপ সারনায়েক সোমবার মহারাষ্ট্র বিধানসভায় এই অভিনেত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সর্বসম্মত প্রস্তাবের দাবি করেছেন। তিনি বলেছেন যে কঙ্গনা নিজের টুইটের মাধ্যমে মহারাষ্ট্র ও মুম্বাইয়ের ভাবমূর্তিকে ‘কলুষিত’ করেছেন। সারনায়েক সাংবাদিকদের বলেন, তিনি তার দাবিতে ডেপুটি স্পিকার নরহরি ঝিরওয়ালের কাছে একটি চিঠি জমা দিয়েছেন যেখানে তিনি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখকে ২৪ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং একটি প্রতিবেদন জমা দেওয়ার কথা বলেছেন। তিনি বলেছিলেন, নাগরিক, রাজনৈতিক নেতা ও সমাজকর্মীদের মতো বিভিন্ন বিভাগ রানাউতের এই মন্তব্যে ক্ষুব্ধ এবং তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছে। তবে এখনও পর্যন্ত কিছুই হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *