রিয়া-অঙ্কিতার দিকে আঙুল না তুলে সুশান্তের সুবিচারের জন্য প্রার্থনা করুন: স্বপ্না ভবানীর

রিয়া-অঙ্কিতার দিকে আঙুল না তুলে সুশান্তের সুবিচারের জন্য প্রার্থনা করুন: স্বপ্না ভবানীর

b26f721f2238810227bc25988e3f0fac

মুম্বই:  দেখতে দেখতে এক মাস হয়ে গেল৷ সুশান্ত সিং রাজপুত আর নেই৷ কিন্তু এখনও সোশ্যাল মিডিয়া জুড়ে রয়েছেন শুধুই তিনি৷ তাঁর মৃত্যুর জন্য বলিউডকেই কাঠগড়ায় তুলেছেন নেটিজেনরা৷ একইসঙ্গে সুশান্তের মৃত্যুর পর থেকেই তাঁর দুই প্রেমিকা রিয়া চক্রবর্তী এবং অঙ্কিতা লোখান্ডের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত ক্ষোভ উগড়ে দিয়েছেন তাঁরা৷ এই তিরিশটা দিন সোশ্যাল মিডিয়া থেকে যেন উধাও হয়ে গিয়েছিলেন রিয়া৷ কিন্তু তাঁকে নিয়ে লাগাতার ট্রোল, মিমে উত্তাল হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া। সুশান্তের এই দুই প্রেমিকার হয়েই এবার মুখ খুললেন সেলিব্রিটি হেয়ারস্টাইসিস্ট স্বপ্না ভবানী৷ 

গত ১৪ জুন আত্মহত্যা করেন ৩৪ বছরের সুশান্ত৷ ৬ বছর অঙ্কিতার সঙ্গে রিলেশনে ছিলেন তিনি৷ সম্প্রতি রিয়া চক্রবর্তীর সঙ্গে ডেট করছিলেন সুশান্ত৷ তাঁর মৃত্যুর পরই নেটিজেনদের একাংশের ক্ষোভের মুখে পড়েন তাঁরা৷ এদিন একটি টুইট করে স্বপ্না বলেন, ‘‘তাঁরা দু’জন এই সময় দুঃখের মধ্যে দিয়ে যাচ্ছেন৷ এই সময় তাঁদের সম্মান করা উচিত৷.. তাঁদের আক্রমণ করার কোনও প্রয়োজন নেই৷ বরং সুশান্ত যাতে সুবিচার পায়, দয়া করে সেই প্রার্থনা করুন৷’’ কিন্তু স্বপ্নার এই টুইটের প্রত্যুত্তরেও একাধিক ইউজার রিয়াকেই নিশানা করেন৷ 

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর এক মাস পর গতকাল মুখ খোলেন রিয়া৷ ইনস্টাগ্রামে সুশান্তকে নিয়ে পোস্ট করেন তিনি৷ সেখানে একসঙ্গে তোলা তাঁদের দুটি ছবিও পোস্ট করেন রিয়া৷ আবেগঘন ওই পোস্টে নিজের ভালোবাসা উজার করে রিয়া লেখেন, ‘‘এখনও নিজের মনের সঙ্গে লড়াই করে চলেছি৷ আমার হৃদয় অসাড় হয়ে গিয়েছে৷ তুমিই আমাকে ভালবাসার প্রতি বিশ্বাস করতে শিখিয়েছিলে৷ ভালবাসার শক্তি বুঝিয়েছিলে৷ তুমিই প্রথম শিখিয়েছিলে, কীভাবে গাণিতিক সমীকরণ জীবনের অর্থ সহজে বুঝিয়ে দিতে পারে। আমি তোমার কাছ থেকে প্রতি মুহূর্তে তা শিখেছি৷’’ রিয়া আরও বলেন, ‘‘আমি জানি তুমি এখন অনেক শান্তিতে আছ৷ চাঁদ, তারা, আর ওই সুবিশাল মহাকাশ তোমাকে দু’হাত বাড়িয়ে স্বাগত জানিয়েছে৷ আজও মনে পড়ে খসে পড়া তারা, যার নিজের কোনও আলো নেই তাকেও শুধুমাত্র নিজের আনন্দ দিয়ে কী ভাবে আলোকিত করার ক্ষমতা রাখতে তুমি। আজ তুমি সেই খসে পড়া তারা। যে তারার জন্য  আমি আজীবন অপেক্ষা করতেও রাজি৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *