কলকাতা: কেবল টিভির পুরনো ব্যবস্থা ছেড়ে পে চ্যানেল চালু করতে গিয়ে গ্রাহকদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে৷ এবার তা কাটাতে উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় টেলিকম নিয়ন্ত্রক সংস্থা টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া বা ট্রাই৷ এতদিন অনেকেই জেনে এসেছেন বা জানেন, নয়া ব্যবস্থায় ১৩০ টাকা এবং ১৮ শতাংশ জিএসটি ধরে মোট ১৫৩ টাকা ৪০ পয়সা দিতেই হবে৷ যার জন্য মিলবে ১০০টি ফ্রি টু এয়ার চ্যানেল৷
কিন্তু ট্রাই জানাচ্ছে, ন্যূনতম ১৫৩ টাকা ৪০ পয়সা দিতে হবে, এর মধ্যে ভুল কিছু নেই৷ তবে তাতে ১০০টি চ্যানেল দেখা যেতে পারে, কেবলমাত্র ফ্রি চ্যানেল নয় এর মধ্যে ফ্রি-এর পাশাপাশি পে চ্যানেলও থাকতে পারে৷ তবে যে ক’টি পে চ্যানেল নেওয়া হবে, তার জন্য নির্ধারিত দাম আলাদা করে মেটাতে হবে৷ তাহলে সুবিধাটা কোথায়? ট্রাইয়ের নির্দেশ অনুযায়ী, ১০০টির পর পে চ্যানেল যুক্ত হলে ২৫টি পর্যন্ত অতিরিক্ত চ্যানেলের জন্য তাদের দাম ছাড়াও আরও ২০ টাকা ক্যাপাসিটি ফি দিতে হবে৷ কিন্তু ১০০টির মধ্যেই পে চ্যানেল নিলে সেই ২০ টাকা লাগবে না৷
গ্রাহককে এসএমএস করে ট্রাই জানাচ্ছে, নতুন পদ্ধতিতে পছন্দের চ্যানেলের জন্যই শুধু টাকা দেবেন গ্রাহক। সাধারণ মানুষের কাছে যে এসএমএস আসছে, তাতে অবশ্য ১ ফেব্রুয়ারি থেকে নতুন পদ্ধতি চালু হওয়ার বিষয়টির উল্লেখ নেই। এই ব্যাপারে বিশদে জানতে তারা কেবল অপারেটর বা কেবল সংস্থাগুলির মতো পরিষেবা প্রদানকারীদের সঙ্গে যোগাযোগ করতে বলেছে। আর বলেছে, ট্রাইয়ের ওয়েবসাইটে চোখ রাখুন। যে ক’টি চ্যানেল দর্শক দেখবেন, শুধু তার জন্যই দিতে হবে টাকা, এই নিয়ম চালু করতে উঠেপড়ে লাগে ট্রাই। কিন্তু তাড়াহুড়ো করায় সেই নিয়মের শর্তগুলি নিয়ে বিভ্রান্তি তৈরি হয় সব মহলে।
প্রথম বিভ্রান্তি শুরু হয় ১৩০ টাকায় (জিএসটি ছাড়া) ১০০টি চ্যানেল দেখানো নিয়ে। বিষয়টিতে স্বচ্ছতার অভাব আছে বুঝে ট্রাই জানিয়ে দেয়, ১৩০ টাকায় যে শুধু ফ্রি টু এয়ার চ্যানেলই নিতে হবে, এমন কোনও বাধ্যবাধকতা নেই। সেখানে রাখা যেতে পারে নিজস্ব পছন্দের ফ্রি টু এয়ার চ্যানেল, পে চ্যানেল, যে কোনও পে চ্যানেলের ঘোষিত প্যাকেজ বা এই সবক’টিই। তবে এইচডি চ্যানেল এখানে রাখা যাবে না।