গাড়িতে ভুয়ো নম্বর প্লেট, কপিল শর্মার বিরুদ্ধে দায়ের FIR

মুম্বই: কমেডিয়ান কপিল শর্মার বিরুদ্ধে দায়ের হল অভিযোগ। নকল নম্বর প্লেট লাগানো গাড়ি থাকার অভিযোগ উঠেছে কপিল শর্মার বিরুদ্ধে। এই অভিযোগেই টেলিভিশনের অন্যতম জনপ্রিয় কৌতুকশিল্পীকে ডেকে পাঠিয়েছে মুম্বই পুলিশ। মুম্বই পুলিশের ক্রাইম ইন্টেলিজেন্স ইউনিটের এপিআই সচিন ভাজ ঘটনার তদন্ত শুরু করেছেন। বাজেয়াপ্ত করা হয়েছে কপিলের গাড়িও। যদিও কপিল শর্মা এ নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি।

মুম্বই: কমেডিয়ান কপিল শর্মার বিরুদ্ধে দায়ের হল অভিযোগ। নকল নম্বর প্লেট লাগানো গাড়ি থাকার অভিযোগ উঠেছে কপিল শর্মার বিরুদ্ধে। এই অভিযোগেই টেলিভিশনের অন্যতম জনপ্রিয় কৌতুকশিল্পীকে ডেকে পাঠিয়েছে মুম্বই পুলিশ। মুম্বই পুলিশের ক্রাইম ইন্টেলিজেন্স ইউনিটের এপিআই সচিন ভাজ ঘটনার তদন্ত শুরু করেছেন। বাজেয়াপ্ত করা হয়েছে কপিলের গাড়িও। যদিও কপিল শর্মা এ নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি।

এদিকে শোনা যাচ্ছে কপিল শর্মা স্ত্রী গিনি ফের মা হতে চলেছেন। কমেডিয়ানের ঘরে আসতে চলেছে নতুন অতিথি। সম্প্রতি কপিল শর্মার মেয়ের এক বছর পূর্ণ হয়েছে। তারপর করবা চৌথের দিনই এই কথা শোনা যায়। সেদিন কপিলের স্ত্রী গিনি চাথরাথের বেশ কয়েকটি ছবি প্রকাশ্যে আসে। সেই ছবি থেকেই কপিলের স্ত্রীর দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিয়ে গুঞ্জন শুরু হয়। তবে কপিল শর্মা বা গিনি চাথরাথ এ নিয়ে কোনও মন্তব্য করেননি।

সম্প্রতি আর একটি খবর নিয়ে শিরোনামে এসেছেন কপিল শর্মা। তাঁর শো ‘কমেডি নাইটস উইথ কপিল’-এ আর দেখা যাবে না ভারতী সিংকে। মাদক মামলায় তাঁর নাম জড়ানোর পরই কপিলের শো থেকে তাঁকে সরিয়ে দেওয়া হচ্ছে বলে খবর। যদিও শোয়ের আর এক পারফর্মার কৃষ্ণা অভিষেক খবরটি মিথ্যে বলে জানিয়েছেন। তিনি বলেছেন, তাঁরা প্রত্যেকে একসঙ্গে কাজ করবেন। কপিলের পাশে থাকার বার্তাও দেন তিনি। কৃষ্ণা অভিষেক স্পষ্ট জানান, ভবিষ্যতে যা হবে তাঁরা একসঙ্গেই তাঁর মোকাবিলা করবেন। কপিলও এখনও বিষয়টি নিয়ে মুখ খোলেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × two =