আর্থিক কেলেঙ্কারি! বন্ধ বাংলার একাধিক ধারাবাহিক

কলকাতা: অন্তত ১৪ কোটি টাকার কেলেঙ্কারি এবার টলিউডে৷ তার জেরেই বন্ধ একাধিক ধারাবাহিকের শুটিং৷ শুটিং বন্ধ থাকায় প্রভাব পড়েছে সম্প্রচারের৷ এপিসোডের ঘাটতি দেখা দেওয়ায় সোমবার ‘রানি রাসমণি’ টেলিকাস্ট করা সম্ভব হয়নি৷ ‘রানি রাসমণি’ ধারাবাহিকের পরিবর্তে ‘জয়ী’ ধারাবাহিক টানা ১ ঘণ্টা সম্প্রচারিত করা হয়৷ একই সঙ্গে ‘দেবী চৌধুরানী’ও সম্প্রচারিত হয়নি বলে জানা গিয়েছে৷ ‘দেবী চৌধুরানী’র পরিবর্তে

আর্থিক কেলেঙ্কারি! বন্ধ বাংলার একাধিক ধারাবাহিক

কলকাতা: অন্তত ১৪ কোটি টাকার কেলেঙ্কারি এবার টলিউডে৷ তার জেরেই বন্ধ একাধিক ধারাবাহিকের শুটিং৷ শুটিং বন্ধ থাকায় প্রভাব পড়েছে সম্প্রচারের৷ এপিসোডের ঘাটতি দেখা দেওয়ায় সোমবার ‘রানি রাসমণি’ টেলিকাস্ট করা সম্ভব হয়নি৷ ‘রানি রাসমণি’ ধারাবাহিকের পরিবর্তে ‘জয়ী’ ধারাবাহিক টানা ১ ঘণ্টা সম্প্রচারিত করা হয়৷

একই সঙ্গে ‘দেবী চৌধুরানী’ও সম্প্রচারিত হয়নি বলে জানা গিয়েছে৷ ‘দেবী চৌধুরানী’র পরিবর্তে ‘ফাগুন বউ’ ১ ঘণ্টা ধরে দেখানও হয়েছে টিভির পর্দায়৷ শুটিং বন্ধ থাকায় একাধিক ধারাবাহিকের ভবিষ্যৎ এখন অন্ধকারে৷ টলিপাড়ার সূত্রে খবর, প্রায় ১৪ কোটি টাকার টিভিএস কেলেঙ্কারির জেরে এই বিভ্রাট দেখা দিয়েছে বলে খবর৷

কলাকুশলীদের প্রাপ্য পারিশ্রমিক নিয়ে জটিলতা দেখা দেওয়ায় রানি রাসমণি, মহাপীঠ তারাপীঠ, দেবী চৌধুরানির মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকের শুটিং বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে৷ বকেয়া না মেটানো পর্যন্ত বন্ধ থাকবে শুটিং৷ হুঁশিয়ারি দিয়েছেন কলাকুশলীরা৷ পারিশ্রমিক না মেটানোর অভিযোগ উঠেছে সুব্রত রায়ের প্রযোজনা সংস্থা বিরুদ্ধে৷ টলিপাড়ার কলাকুশলীদের অভিযোগ, তাঁদের পারিশ্রমিকের টাকা থেকে টিডিএস কাটা হলেও সেই টাকা জমা করানো হচ্ছে না৷ দীর্ঘদিন ধরে ফলে টিডিএসের টাকা ফেরত পেতে সমস্যা হচ্ছে কলাকুশলীদের৷

এই মুহূর্তে সুব্রত রায়ের প্রযোজনা সংস্থার হাতে রয়েছে একাধিক জনপ্রিয় ধারাবাহিক৷ শ’খানিক কলাকুশলী সেখানে কাজ করেন বলেও জানা গিয়েছে৷ কলাকুশলীদের অভিযোগ, প্রযোজক সংস্থা তাঁদের সঙ্গে প্রতারণা করছে৷ আর এই প্রতারণার অভিযোগ তুলে ধারাবাহিক বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 15 =