অবশেষে কমল ৩০টি জনপ্রিয় চ্যানেলের দাম, দেখুন তালিকা

কলকাতা: অবশেষে কমল অন্তত ৩০টি জনপ্রিয় চ্যানেলের দাম৷ চারটি ব্রডকাস্টিং সংস্থা তাদের চ্যানেলগুলির দাম কমানোর ঘোষণা করেছে বলে খবর৷ কেন্দ্রীয় টেলিকম নিয়ন্ত্রক সংস্থা ট্রাই জানিয়েছে, চ্যানেল পিছু নতুন দাম অবিলম্বে কার্যকর করতে হবে৷ যদি কোনও গ্রাহক যদি আগে থেকে পুরানো হারে চ্যালেনের দাম দিয়ে থাকেন, তাহলে ওই দর্শককে বিশেষ সুবিধা দিতে হবে কর্তৃপক্ষকে৷ প্রতিযোগিতার বাজারে

অবশেষে কমল ৩০টি জনপ্রিয় চ্যানেলের দাম, দেখুন তালিকা

কলকাতা: অবশেষে কমল অন্তত ৩০টি জনপ্রিয় চ্যানেলের দাম৷ চারটি ব্রডকাস্টিং সংস্থা তাদের চ্যানেলগুলির দাম কমানোর ঘোষণা করেছে বলে খবর৷ কেন্দ্রীয় টেলিকম নিয়ন্ত্রক সংস্থা ট্রাই জানিয়েছে, চ্যানেল পিছু নতুন দাম অবিলম্বে কার্যকর করতে হবে৷ যদি কোনও গ্রাহক যদি আগে থেকে পুরানো হারে চ্যালেনের দাম দিয়ে থাকেন, তাহলে ওই দর্শককে বিশেষ সুবিধা দিতে হবে কর্তৃপক্ষকে৷

অবশেষে কমল ৩০টি জনপ্রিয় চ্যানেলের দাম, দেখুন তালিকা

প্রতিযোগিতার বাজারে দর্শক ধরে রাখতে চ্যানেল পিছু দাম বেশ খানিকটা কমানোর কথা ঘোষণা করেছে চারটি বৃহৎ সম্প্রচার সংস্থা৷ সেখানে বেশ কয়েকটি জনপ্রিয় বাংলা চ্যানেল রয়েছে৷ চ্যানেলের প্যাকেজ পিছু ৭ থেকে ১০ টাকা রপর্যন্ত দাম কমেছে৷ তবে, কতদিন কম দামে চ্যানেল দেখার সুবিধা মিলবে, তা অবশ্য স্পষ্ট নয়৷ দম কমানোর বিষয়টি অপাতত উৎসব অফার বলেই চালানো হচ্ছে৷

অবশেষে কমল ৩০টি জনপ্রিয় চ্যানেলের দাম, দেখুন তালিকা

স্টার প্লাস দাম ছিল ১৯টাকা৷ এখন হয়েছে ১২টাকা৷ ন্যাশনাল জিওগ্রাফির আগে দাম ছিল প্রতিমাসে দু’টাকা৷ এখন ১ টাকা ধার্য হয়েছে৷ স্টার স্পোর্টস ফাস্টের দাম ছিল ১টাকা৷ এখন মাত্র এক পয়সা৷ জি টিভির দাম ছিল ১৯ টাকা৷ এখন ১২টাকা করা হয়েছে৷ জি বাংলার দাম ছিল ১৯ টাকা৷ তা কমে হয়েছে ১২টাকা৷ স্টার জলসার দাম ছিল ১৯টাকা৷ এখন তা কমিয়ে ১২টাকা করা হয়েছে৷ কালার্স হিন্দির দাম ছিল ১৯টাকা৷ করা হয়েছে ১২টাকা৷ হাঙ্গামা টিভি প্লাস ৬টাকা থেকে কমে ১টাকা করা হয়েছে৷

অবশেষে কমল ৩০টি জনপ্রিয় চ্যানেলের দাম, দেখুন তালিকা

এখনও পর্যন্ত ৩টি সংস্থা জানিয়েছে, প্রায় তিন মাস পর্যন্ত অফার চালু রাখা হবে৷ অন্য একটি সংস্থা তাদের সময়সীমা ঘোষণা করেনি৷ ফলে চ্যানেলগুলির পুরানো দাম ফের ফেরার সম্ভাবনা থেকেই যাচ্ছে৷ তবে, আপাতত টিভি দেখার মাসিক টাকা বেশ কিছুটা কমেছে তাতে সংশয় নেই৷

Channel Festive Offer Price (Rs) Current Price (Rs)
Star Plus 12 19
Maa TV 12 19
Star Jalsha 12 19
Asianet 12 19
Vijay 12 17
Asianet Movies 12 15
Star Sports 1 Marathi 8 13
Star Sports 2 5 6
Hungama TV 1 6
National Geographic 1 2
Star Sports 3 1 2
Vijay Super 1 2
National Geographic Tamil 1 2
National Geographic Telugu 1 2
Nat Geo Wild 0.1 1
Star Sports First 0.1 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + eleven =