গলি বয়-এর টিজার দেখে ‘ফিদা’ অর্জুন কাপুর, কেন জানেন?

গলি বয়-এর টিজার প্রকাশ হওয়ার পর থেকেই ইন্টারনেট তোলপাড়৷ তবে সোশ্যাল মিডিয়া রণভীরের প্রশংসা কুড়োতে ব্যস্ত থাকলেও সিনেমার মুখ্য চরিত্র আলিয়া ভাটও কিন্তু তার সহকর্মী অর্জুন কাপুরের কাছে থেকে প্রসংশা পেয়েছেন৷ টিজার দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন অর্জুনও৷ তিনি নিজের টুইটার অ্যাকাউন্টে সেই টিজার শেয়ার করে তিনি আলিয়া ভাটকে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বিজেতা অভিনেত্রী মেরিল স্ট্রিপ্র সঙ্গে

গলি বয়-এর টিজার দেখে ‘ফিদা’ অর্জুন কাপুর, কেন জানেন?

গলি বয়-এর টিজার প্রকাশ হওয়ার পর থেকেই ইন্টারনেট তোলপাড়৷ তবে সোশ্যাল মিডিয়া রণভীরের প্রশংসা কুড়োতে ব্যস্ত থাকলেও সিনেমার মুখ্য চরিত্র আলিয়া ভাটও কিন্তু তার সহকর্মী অর্জুন কাপুরের কাছে থেকে প্রসংশা পেয়েছেন৷ টিজার দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন অর্জুনও৷

তিনি নিজের টুইটার অ্যাকাউন্টে সেই টিজার শেয়ার করে তিনি আলিয়া ভাটকে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বিজেতা অভিনেত্রী মেরিল স্ট্রিপ্র সঙ্গে তুলনা করে লেখেন, ‘মিনি মেরিল’। নিজের টুইটার পোস্টে অর্জুন লেখেন, ‘‘জোয়া আখতার ট্যালেন্টের জ্বালামুখী, আর রণভীর সিং নিজের মনের বাদশাহ। সঙ্গে মিনি মেরিল আলিয়া। মাভেরিক ট্রেন্ডসেটার ফারহান আখতার ও রীতেশ সিদ্ধওয়ানির প্রযোজনা। ভ্যালেন্টাইন্স ডে-র জন্য আর অপেক্ষা করতে পারছি না। কারণ ওই দিনই গলি বয়ের সঙ্গে ডেট।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 2 =