কোচবিহার থেকে যাচ্ছে বিশেষ তত্ত্ব, মদনমোহন মন্দিরে পুজো দিয়ে গোয়া যাচ্ছেন মৌনির মা

কোচবিহার থেকে যাচ্ছে বিশেষ তত্ত্ব, মদনমোহন মন্দিরে পুজো দিয়ে গোয়া যাচ্ছেন মৌনির মা

9600a2eccef90743ab812aba4b299e3a

কোচবিহার: তিনি বলিউডের সফল অভিনেত্রী৷ কিন্তু নাড়ির টান বাংলায়৷ উত্তরবঙ্গের কোচবিহারের বেড়ে ওঠা অভিনেত্রী মৌনি রায়ের৷ শৈশবের সেই স্মৃতিগুলিকে সঙ্গে নিয়েই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন বলিউড তারকা৷ শুরু হয়ে গিয়েছে কাউন্ট ডাউন৷ আর মাত্র দুই দিন৷ তারপরেই বাজবে বিয়ের সানাই৷ তার আগে আজই কোচবিহার থেকে বাগডোগরা হয়ে গোয়ায় পাড়ি দেবে মৌনির পরিবার৷ কোচবিহার থেকেই যাবে বিয়ের তত্ত্ব৷ তাতে সোনার গয়না তো থাকছেই৷ সঙ্গে থাকবে নাড়ু, আচারের মতো সামগ্রীও৷ তবে সব কিছুর আগে মঙ্গলবারই মদনমোহন মন্দিরে পুজো দেবেন মৌনির মা৷ তার পর শুরু হবে বিয়ের অনুষ্ঠান৷ 

আরও পড়ুন- বিয়ের আগেই অন্তঃসত্ত্বা! মুনমুন কন্যা রিয়ার প্রেমে হাবুডুবু খেয়েছিলেন কারা?

গত বছর থেকেই শোনা যাচ্ছিল নৌমির বিয়ের গুঞ্জন৷ পাত্র মৌনির বহুদিনের প্রেমিক দুবাইয়ের ব্যবসায়ী সুরজ নাম্বিয়ার৷ জৈন পরিবারে ছেলে সুরজের জন্ম বেঙ্গালুরুতে৷ ব্যাবসার সূত্রে দুবাইয়ের সঙ্গে সম্পর্ক৷ অন্যদিকে, কোচবিহারের রাজবংশী পরিবারে জন্ম মৌনির৷ বাবা কোচবিহার পুরসভার উচ্চপদস্থ কর্মচারী। মা অবসারপ্রাপ্ত শিক্ষিকা। মৌনির বিয়েতে অংশ নিতে কোচবিহার থেকে গোয়া যাচ্ছেন মৌনীর মা মুক্তি রায়, ভাই মুখর-সহ হাতেগোনা কিছু আত্মীয়। তাঁদের মধ্যে রয়েছেন মৌনির কাকু, এক তুতো দাদা সহ গোটা পরিবার৷  কোভিড কাঁটায় শেষমূহূর্তে কাটছাঁট করা আমন্ত্রিতের সংখ্যা৷ কোচবিহার থেকেও তাই খুবই কম সংখ্যক আত্মীয়রা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন৷ 

মৌনি

অভিনেত্রীর বাড়ি কোচবিহারের ব্যাঙচাতরা রোডে ৷ সেখান থেকেই কিছু তত্ত্ব নিয়ে যাওয়া হবে বলে পরিবার সূত্রে খবর৷ তার মধ্যে রয়েছে মৌনির পছন্দের নারকেল নাড়ু আর আচার৷ যাঁরা বিয়েতে যোগ দেবেন তাঁদের কোভিড প্রতিষেধকের ২ টিকার সংশাপত্র থাকতে হবে৷ না থাকলে আরটি-পিসিআর টেস্ট বাধ্যতামূলক৷ জানা গিয়েছে, ২৭ জানুয়ারি গোয়ায় গাঁটছড়া বাঁধার পর কোচবিহারে আসতে পারেন মৌনি৷ সেই সময় পুরনো বন্ধু-বান্ধব আর আত্মীয়দের নিয়ে একটি রিসেপশনের আয়োজন করা হতে পারে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *