আসছে ফেলুদা, পুজোর আগেই সমাধান হবে জোড়া রহস্যের

কলকাতা: পুজোর আগেই দর্শক দেখতে পাবে 'ফেলুদার গোয়েন্দাগিরি'। ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করবে 'ফেলুদা ফেরত'। এই ওয়েব সিরিজের শুটিং লকডাউনের আগেই শেষ হয়ে গিয়েছিল। কিন্তু লকডউনে কারণে ছবির পোস্ট প্রোডাকশনের কাজ বন্ধ হয়ে যায়। পরে তা আবার শুরু হয়। ফলে সিরিজ মুক্তির সময়ও খানকটা পিছিয়ে যায়। তবে এবার অবসান ঘটেছে সমস্ত জল্পনার। শোনা যাচ্ছে পুজোর আগেই সব কাজ শেষ হয়ে যাবে। আর তারপরই মুক্তি পাবে 'ফেলুদা ফেরত'।

কলকাতা: পুজোর আগেই দর্শক দেখতে পাবে 'ফেলুদার গোয়েন্দাগিরি'। ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করবে 'ফেলুদা ফেরত'। এই ওয়েব সিরিজের শুটিং লকডাউনের আগেই শেষ হয়ে গিয়েছিল। কিন্তু লকডউনে কারণে ছবির পোস্ট প্রোডাকশনের কাজ বন্ধ হয়ে যায়। পরে তা আবার শুরু হয়। ফলে সিরিজ মুক্তির সময়ও খানকটা পিছিয়ে যায়। তবে এবার অবসান ঘটেছে সমস্ত জল্পনার। শোনা যাচ্ছে পুজোর আগেই সব কাজ শেষ হয়ে যাবে। আর তারপরই মুক্তি পাবে 'ফেলুদা ফেরত'।

আরও পড়ুন: অঙ্কিতার ফ্ল্যাটের EMI দিতেন সুশান্ত! সত্যিটা ফাঁস করলেন অভিনেত্রী

এই ওয়েব সিরিজটি দেখা যাবে আড্ডা টাইমসে। এটি পরিচালনা করছেন সৃজিত মুখোপাধ্যায়। ফেলুদা তথা প্রদোষ মিত্র্রের চরিত্রে অভিনয় করেছেন টোটা রায়চৌধুরী। এছাড়া তপেশরঞ্জন চৌধুরী বা তোপসের চরিত্রে দেখা যাবে কল্পন মিত্রকে। লালমোহন গঙ্গোপাধ্যায় বা জটায়ুর চরিত্রে অনির্বাণ চক্রবর্তীকে দেখা যাবে। সিরিজটি প্রযোজনায় রয়েছে সুরিন্দর ফিল্মস। ফেলুদার দুটি গল্প ‘ছিন্নমস্তার অভিশাপ’ এবং ‘যত কাণ্ড কাঠমাণ্ডুতে’ নিয়ে তৈরি হয়েছে ‘ফেলুদা ফেরত’। সত্যজিৎ রায়ের গল্প অনুসারে 'ছিন্নমস্তার অভিশাপ'-এর প্লট হাজারিবাগে। আর পরেরটা যো কাঠমান্ডুতে, তা নামেই বোঝা যায়।

গতবছর প্রকাশ পেয়েছিল 'ফেলুদা ফেরত'-এ টোটা রায়চৌধুরীর লুক। এর আগে 'টিনটোরেটোর যিশু' ছবিতে অভিনয় করেছিলেন তিনি। সেখানে রাজশেখরের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। তবে ফেলুদা হিসেবে নজর কেড়েছেন টোটা। প্যান্ট, শার্ট, ওভারকোর্ট আর গলায় মাফলার জড়িয়ে বাঙালির অন্যতম প্রিয় গোয়েন্দার চরিত্রে অভিনেতাকে মানিয়েছে ভাল। আর জটায়ুর ভূমিকায় অনির্বাণ চক্রবর্তীও অসাধারণ। ফেলুদার গল্পগুলিতে সত্যজিৎ রায় সবসময়ই প্রাধান্য দিয়েছেন জটায়ুকে। তাই 'সোনার কেল্লা' ও 'জয় বাবা ফেলুনাথ'-এর পর সন্তোষ দত্ত যখন প্রয়াত হলেন আর ফেলুদা বানাননি সত্যজিৎ রায়। তাই লালমোহন গাঙ্গুলির চরিত্রটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে ইতিমধ্যেই ‘একেনবাবু’ ওয়েব সিরিজে এবং একাধিক বাংলা ছবিতে অনির্বাণ চক্রবর্তী তাঁর অভিনয় প্রতিভার পরিচয় রেখেছেন। তাই জটায়ু চরিত্রে তিনি কেমন ছাপ ফেলতে পারবেন, তার দিকে তাকিয়ে দর্শক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *