রফি ও লতার সুরে গান ধরলেন বাবা-মেয়ে, প্রশংসা সোশ্যাল মিডিয়ায়

কলকাতা: মাস চারেক আগে করো না সংক্রমণ এড়াতে গ্রহণের সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু এখন লকডাউন ছাড়িয়ে আনলকের পথে চলেছে দেশ। পরিস্থিতি স্বাভাবিক হয়েছে তা নয়। তবে এই পরিস্থিতির মধ্যে মানুষ নতুন করে চিনেছে নিজেকে। অনেকেই তাদের হারিয়ে যাওয়া ইচ্ছেগুলোকে নতুন করে জাগরিত করেছেন। এমনই একজন হলেন সুকান্ত মজুমদার।

 

কলকাতা: মাস চারেক আগে করো না সংক্রমণ এড়াতে গ্রহণের সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু এখন লকডাউন ছাড়িয়ে আনলকের পথে চলেছে দেশ। পরিস্থিতি স্বাভাবিক হয়েছে তা নয়। তবে এই পরিস্থিতির মধ্যে মানুষ নতুন করে চিনেছে নিজেকে। অনেকেই তাদের হারিয়ে যাওয়া ইচ্ছেগুলোকে নতুন করে জাগরিত করেছেন। এমনই একজন হলেন সুকান্ত মজুমদার।

বছরের অর্ধেকের বেশি কেটে গেল। এখনও করোনার আতঙ্কে গোটা দেশ ত্রস্ত। সংক্রমণ থেকে বাঁচতে মার্চ মাসে লকডাউনের ঘোষণা করেছিল কেন্দ্র। কিন্তু টানা লকডাউনের রেশ এখন কেটেছে। তা সত্ত্বেও সাধারণ মানুষ গৃহবন্দি। হঠাৎ করে স্বাভাবিক জীবনযাত্রা পালটে যাওয়ার ফলে তাল কেটে গিয়েছে কোথাও। জীবন এখন উপভোগ করার বদলে কবে পরিস্থিতি পরিস্থিতি স্বাভাবিক হবে, তার দিন গুণছে মানুষ। যদিও এই উত্তর এখনও দিতে পারেননি বিজ্ঞানীরা। বিশ্বজুড়ে করোনার ওষুধ নিয়ে গবেষণা চলছে। এই অবস্থায় মানকে শান্ত ও সুস্থ করে তোলে গান। 

পেশায় BSNL এর কর্মী সুকান্তবাবু। সম্প্রতি বড়মেয়ে মন্দিরের সঙ্গে গান গেয়েছে তিনি। আসল গানটির গায়ক-গায়িকা হলেন মহাম্মদ রফি ও লতা মঙ্গেশকর। সিন্থেসাইজার ও হারমোনিয়ামের সঙ্গে গান গেয়েছেন সুকান্তবাবু এবং তার মেয়ে মন্দিরা। গানটি হল- 'কিতনা পেয়ারা ওয়াদা হ্যায় ইন মতওয়ালি আঁখো কা'। গানের মধ্যে ভিডিওর কিছু কিছু অংশ জুড়ে এডিট করা হয়েছে। গানের পিকচারাইজেশনে ছিলেন আশা পারেখ ও জিতেন্দ্র। গানটি 'ক্যারাভ্যান' ছবির গান। গানটির সুর দিয়েছিলেন রাহুল দেব বর্মণ। লিখেছিলেন মজরু সুলতানপুরি। গানটি সুকান্ত মজুমদার গেয়েছেন বেশ ভালই। মেয়ে মন্দিরাও তাই। বিশেষ করে তাঁর সিন্থেসাইজের মন ছুঁয়ে যায়। নেদুনিয়ায় প্রশংসিত হয়েছে তাঁদের গান। দেখুন ভিডিও-https://www.facebook.com/100007623283217/videos/2586026414994776/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + 12 =