হায়দারাবাদ: ফের রহস্যমৃত্যু বিনোদন জগতে। এবার শনিবার মধ্যরাতে রহস্যজনক অবস্থায় মৃতদেহ উদ্ধার হল বিখ্যাত বলিউড এবং দক্ষিনী সিনেমার জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার প্রত্যুষা গারিমেল্লার। জানা যাচ্ছে শনিবার মধ্যরাতে হায়দ্রাবাদের বানজারা হিলসের তাঁর নিজের বাড়ি থেকেই প্রত্যুষার মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতদেহের পাশ থেকে পাওয়া গিয়েছে কার্বন-মনোক্সাইডের একটি খালি শিশি। পুলিশের প্রাথমিক অনুমান, বিষ খেয়ে আত্মঘাতী করেছেন জনপ্রিয় এই ডিজাইনার। তবে তিনি যে আত্মহত্যা করতে পারে তা মানতে নারাজ তাঁর পরিবারের সদস্যরা। আর তাই তারা রবিবার সকালেই নিকটবর্তী থানায় প্রত্যুষার রহস্যজনক মৃত্যুর একটি মামলা দায়ের করেছে।
ঘনিষ্ঠ মহল সূত্রের খবর বেশ কয়েকদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন প্রত্যুষা। তবে ঠিক কি কারণে এই অবসর তা এখনো জানা যায়নি। অন্যদিকে প্রত্বশা সত্যিই আত্মহত্যা করেছেন কিনা নাকি তাকে চক্রান্ত করে কেউ খুন করেছে তাও এখনো স্পষ্ট ভাবে বলতে পারছে না পুলিশ। পুরো বিষয়টি তদন্তসাপেক্ষ বলে জানানো হয়েছে পুলিশ আধিকারিকদের তরফ থেকে। অন্যদিকে পুলিশ সূত্রে খবর, শনিবার মধ্যরাতে তার বাড়ির বাথরুম থেকে ওই ফ্যাশন ডিজাইনারের মৃতদেহ উদ্ধার হয়েছে। ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং তদন্তের রিপোর্ট এখনো সামনে আসেনি বলে জানা যাচ্ছে। এর পাশাপাশি ভারতীয় দণ্ডবিধির১৭৪ ধারা অর্থাৎ অস্বাভাবিক মৃত্যুর একটি মামলা দায়ের করা হয়েছে বলেও পুলিশ সূত্রে খবর।
উল্লেখ্য, প্রত্যুষা বিনোদন জগতে অত্যন্ত পরিচিত একটি মুখ। ২০১৩ সাল থেকে তিনি এই কাজের সঙ্গে যুক্ত এবং ওই বছরে তিনি ‘প্রত্যুষা গাড়িমেল্লা’ নামের একটি পোশাকের ব্র্যান্ড বাজারে এনেছিলেন। তারপর থেকে আর পেছনে তাকাতে হয়নি। খুব অল্পসময়ের মধ্যেই বলিউড তো বটেই দক্ষিণেও ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছিলেন প্রত্যুষা। দক্ষিণের সিনেমার বিভিন্ন নায়ক নায়িকার পোশাক তিনি ডিজাইন করেছেন। কিন্তু এত সফল এবং জনপ্রিয় একজন ফ্যাশন ডিজাইনার কেন এভাবে আত্মহত্যার পথ বেছে নিলেন তা কিছুতেই বুঝতে পারছেন না ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত তার পরিচিতরা। অন্যদিকে মৃত এই ডিজাইনারের সঙ্গে কারোর কোন সম্পর্ক ছিল কিনা এবং সে সম্পর্কের টানাপোড়েনের কারণেই তিনি এই আত্মঘাতীর পথ বেছে নিয়েছেন কিনা সেটাও খোঁজ নিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।