কলকাতা: ভুয়া প্রোফাইল তৈরি ঘটনা এখন সাধারণ হয়ে গিয়েছে। মাঝেমধ্যেই অনেক সেলিব্রেটি প্রোফাইল তৈরি হয়েছে বলে খবর শোনা যায়। এবার সেই ফাঁদে পড়লেন পরিচালক রাজ চক্রবর্তী। একাধিক ডেটিং সাইটে তাঁর নামে ভুয়া প্রোফাইল করা হয়েছে বলে অভিযোগ। আর সেইসব প্রোফাইল থেকে মহিলাদের কাছে যাচ্ছে নানা অশালীন নোংরা প্রস্তাব।
সম্প্রতি এই খবর সামনে এসেছে অদ্ভুতভাবে এইসব প্রোফাইলে রাজ চক্রবর্তীর ছবি ও নামের পাশাপাশি রয়েছে নীল রঙের টিক। অর্থাৎ প্রোফাইল ভেরিফাইড। সেখান থেকেই বিশ্বাসযোগ্যতা বাড়ছে। যার ফলে দিন কয়েক আগে এক মহিলা অনুরাগী রাজ চক্রবর্তী ভেবেই 'টানটান' নামক সেই ডেটিং সাইটে মেসেজ করেন। দু'একটি কথা হয় তাঁদের মধ্যে। কিন্তু তারপরও সে অনুযায়ী বুঝতে পারেন প্রোফাইলের মালিক আসলে রাজ চক্রবর্তী নন। কারণ সেই ব্যক্তির কথার মধ্যে পরিচালকসুলভ বা মার্জিত কোনও ব্যবহার নেই। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। রাজ নামে ওই ব্যক্তি ওই মহিলা ছাড়া আরও অনেক মহিলাকে নোংরা এবং অশালীন প্রস্তাব পাঠিয়েছেন বলে অভিযোগ। গোটা ঘটনাটি রাজ চক্রবর্তী জানতে পারেন শনিবার।
আরও পড়ুন: করোনা আবহের মধ্যেই বিয়ে করলেন রানা দাগ্গুবতি, দেখুন বিয়ের কিছু ছবি
একটি সংবাদমাধ্যমকে পরিচালক জানিয়েছেন, এর আগেও তাঁর নামে প্রোফাইল খোলা হয়েছিল। এমন ঘটনা নতুন নয়। সেইসব প্রোফাইল থেকে ছবিতে কাজ দেওয়ার নামে অনেকে টাকাও চাওয়া হয়েছিল। সেই সময় তিনি সাইবার সেলে অভিযোগ করে তা বন্ধ করেন। এই নিয়ে বহুবার তিনি সতর্ক করেন। কিন্তু এই ঘটনায় তিনি হতবাক। কারণ শুধু প্রোফাইল খুলে মহিলাদের নোংরা মেসেজ করা হয়েছে তা নয়। রীতিমতো প্রোফাইল ভেরিফিকেশন করেছে হ্যাকাররা।
পরিচালক জানিয়েছেন এই ঘটনা নিয়ে খুব শীঘ্রই সাইবার সেলের দারস্থ হতে চলেছেন তিনি। দোষীদের শাস্তির দাবিও জানাবেন রাজ। তিনি জানিয়েছেন সাধারণত খুব ঘনিষ্ঠ কারও সঙ্গে ও আত্মীয় স্বজনদের সঙ্গে ছাড়া তিনি খুব একটা কথা কারও সঙ্গে বলেন না। আর তাঁর নামে কিনা প্রোফাইল খুলে মহিলাদের অশালীন মেসেজ পাঠানো ঘটনা ঘটছে! গোটা ঘটনায় অপরাধীদের হুঁশিয়ারি দিয়েছেন পরিচালক। বলেছেন নিজেদের পরিচয় লুকিয়ে মহিলাদের প্রোফাইলে গিয়ে তাদের অশালীন প্রস্তাব দেওয়ার এমন ঘটনা কোনওভাবেই বরদাস্ত করা যায় না। নিজের অনুরাগীদের বিষয়টি নিয়ে সচেতন করেছেন তিনি।