‘ডাঙ্কি’ মুক্তির দু’দিন আগে শাহরুখ পত্নী গৌরীকে ইডি-র নোটিস! অভিযোগ ঠিক কী?

‘ডাঙ্কি’ মুক্তির দু’দিন আগে শাহরুখ পত্নী গৌরীকে ইডি-র নোটিস! অভিযোগ ঠিক কী?

ed

মুম্বই: বলিউড বাদশা শাহরুখ খানের স্ত্রী গৌরী খানকে এবার নোটিস পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ৩০ কোটি টাকার আর্থিক প্রতারণায় নোটিস পাঠানো হয়েছে শাহরুখ-পত্নীকে। খুব শীঘ্রই এই মামলায় গৌরীকে ডেকে পাঠাতে পারে ইডি। জানা গিয়েছে, এখনও পর্যন্ত ওই নোটিসের কোনও জবাব দেননি গৌরী৷ 

প্রসঙ্গত, ২০১৫ সালে লখনউয়ের সংস্থা তুলসিয়ানি গ্রুপের সঙ্গে যুক্ত হন গৌরী খান। ওই সংস্থার প্রচারের মুখ ছিলেন শাহরুখ-পত্নী। কয়েক মাস আগে তাঁর বিরুদ্ধে লখনউয়ের সুশান্ত গল্‌ফ সিটির পুলিশ স্টেশনে জামিন-অযোগ্য ধারায় এফআইআর দায়ের করেন মুম্বইবাসী যশবন্ত। তাঁর অভিযোগ, ৮৬ লক্ষ টাকা দাম দিলেও, তিনি ফ্ল্যাটের চাবি পাননি। তুলসিয়ানি কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর গৌরীর দ্বারা প্রভাবিত হয়েই ওই সংস্থার ফ্ল্যাট কিনেছিলেন যশবন্ত৷ তাঁর দাবি, অন্দরসজ্জা শিল্পী গৌরী খান যেহেতু ওই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর, তাই বিশ্বাসভঙ্গের দায় তাঁর উপরেও বর্তায়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × five =