মুম্বই: সমুদ্র যেন বর্তমানে একটা ডাস্টবিনে পরিণত হয়েছে। সমস্ত আবর্জনা গিয়ে জমা হয় নীল জলরাশি মধ্যে। সমুদ্র সৈকতের অবস্থা দেখলেই তা অনুমান করা যায়। প্লাস্টিকের মোরক থেকে বোতল, সবই ছড়িয়ে থাকে ইতিউতি। সাধারণ মানুষই এমন দ্বায়িত্বজ্ঞানহীনের মতো ঘটনা ঘটিয়ে থাকে। কিন্তু এবার এমন ঘটনা ঘটার আগে আটকালেন অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠি।
দিব্যাঙ্কা হিন্দি টেলিভিশন জগতের অত্যন্ত জনপ্রিয় মুখ। ইতিমধ্যে একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি তিনি সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে দেখতে পান এক ব্যক্তি পুজোর উপাদানগুলি সমুদ্রে ফেলেছেন। সঙ্গে সঙ্গে তাঁকে বাধা দেন দিব্যাঙ্কা। বলেন এ সমস্ত কারণে দূষিত হচ্ছে সমুদ্রের জল। যার প্রভাব প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে পড়ছে মানব সমাজের ওপর। সেই ব্যক্তিকে পুজোর উপকরণ সমুদ্র ফেলা থেকে আটকান অভিনেত্রী। শুধু তাই নয়। রীতিমতো তিরস্কার করেন তাঁকে। কিন্তু সেই ব্যক্তিও নাছোড়। তিনিও পুজোর উপকরণ সমুদ্রে ফেলার জন্য জোর করতে থাকেন। বলতে থাকেন, এটাই রীতি। পুজোর সমস্ত উপকরণ জলে বিসর্জন দিতে হয়। কিন্তু তাতেও শোনেননি দিব্যাঙ্কা।
আশেপাশের বিএমসি ছেলেরা জায়গাটি পরিষ্কার করছিলেন। তাঁরাও সমর্থম করেন অভিনেত্রীকে। এমন ঘটনা শুধু মুম্বই নয়, বিশ্বের অনেক দেশে হামেশাই ঘটছে। এর জন্য ভীষণ দুঃখ প্রকাশ করেন অভিনেত্রী। ইনস্টাগ্রামে তার ভিডিও পোস্ট করে দিব্যঙ্কা লিখেছেন: ভারতীয়দের অবশ্যই মহাসাগরে পুজোর উপকরণ ফেলে দেওয়া বন্ধ করতে হবে! দূষিত জলাশয়গুলির জন্যও জরিমানা ধার্য করা উচিত বলে জানান অভিনেত্রী। তিনি আরও বলেন, “ওই ভদ্রলোক এমনও বলছিলেন যে পুজোর উপকরণগুলি অতি অবশ্যই তিনি জলে ফেলে দেবেন। আর বিএমসি ছেলেরা এসে পরিষ্কার করবে! কী অপ্রিয়, নৃশংস আচরণ!”