উন্মুক্ত ক্লিভেজে হট ফটোশ্যুট, নেট পাড়ায় ঝড় তুললেন দিশা

উন্মুক্ত ক্লিভেজে হট ফটোশ্যুট, নেট পাড়ায় ঝড় তুললেন দিশা

মুম্বই: দিশা পাটানি মানেই হট সেনশেসন৷ তাঁর বোল্ড লুক, শরীরি হিল্লোলে কুপোকাত নেটপাড়া৷ নয়া লুকে ফের দশ গোল দিলেন দিশা৷ একের পর এক হট পোজে ঝড় তুললেন অভিনেত্রী৷ 

দিশা

আরও পড়ুন- আরিয়ানকে জেরা করে NCB-র জালে মাদকচক্রী! খুলছে রহস্যের জট

disha

দিশার উষ্ণ আবেদন থেকে মুখে ফেরানোর সাধ্য নেই অনুরাগীদের৷ নেট পাড়ায় তাঁর ছবি পোস্ট হতেই তা ভাইরাল হয়ে যায়৷ ব্যক্তিগত সম্পর্ক থেকে বিকিনি পোজ, দিশা যেন টক অফ দ্য টাউন৷ তাঁর প্রেম কাহিনী বলিউডে হট কেক৷ 

disha

২০১৯ সালের গোড়া থেকেই সংবাদ শুরোনামে রয়েছেন দিশা৷ তাঁর একের পর এক পোস্ট ভাইরাল হয়েছে অন্তর্জালে৷ অন্তর্বাসে পোজ দিয়ে সমালোচিতও হয়েছেন দিশা পাটানি৷ তবে তাতে তিনি ডোন্ট কেয়ার৷ তিনি আছেন নিজের জগতেই৷ 

দিশা

টাইগার স্রফের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও কম গুঞ্জন হয়নি৷ তাঁরা বারবার উঠে এসেছেন শিরোনামে৷ যদিও শেষ পর্যন্ত সেই সম্পর্কে টেকেনি৷ আপাতত সিঙ্গেল দিশা৷ ব্যক্তিগত জীবনে যত ঝড়ই আসুন না কেন তাঁর জনপ্রিয়তা বেড়েছে হুহু করে৷ বাগি-থ্রির আইটেমসং-ও সুপার হিট৷ 

দিশা

সম্প্রতি আরও একটি রিপোর্ট প্রকাশ্যে এসেছে৷ তাতে দেখা গিয়েছে ২০১৯ সালে দিশার চাহিদাই ছিল সবচেয়ে বেশি৷ গুগল সার্চে যেমন বারবার তাঁর নাম এসেছে, তেমনই ভাইরাল হয়েছে তাঁর ভিডিয়ো৷ তাঁর প্রোফাইলে ঘোরাফেরা করেছে সবচেয়ে বেশি ভক্তের নজর৷ দিশা বরাবরই বোল্ড লুকে ঝড় তুলেছেন৷ এবারও তার ব্যতিক্রম হয়নি৷ দাবানলের মতো ছড়িয়ে পড়েছে অভিনেত্রীর বোল্ড ছবি৷  

দিশা

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 − five =