মুম্বই: বলিউডের তরুণ অভিনেতা সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেছেন ২৪ ঘণ্টা হতে চলল। এখনও সোশ্যাল মিডিয়া সুশান্ত-ময়। সাধারণ মানুষ থেকে সিনে জগতের তামাম সেলিব্রিটি তাঁর মৃত্যুতে শোকাহত এবং বেশ খানিকটা অবাকও। এই ধারণা ক্রমশ দৃঢ় হচ্ছে যে অবসাদের কারণেই নিজের জীবন মাত্র ৩৪ বছর বয়সে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সুশান্ত। এই পরিস্থিতিতে বিস্ফোরক টুইট করে বসলেন পরিচালক শেখর কাপুর। যার ফলে তিনি নিজেও বেশ খানিকটা অস্বস্তিতে পড়েছেন।
সুশান্তের আত্মহত্যার খবর পাওয়ার পর থেকে তাঁকে নিয়ে ইতিমধ্যেই তিন-চারটে টুইট করে ফেলেছেন ‘মিস্টার ইন্ডিয়া’ এবং ‘ব্যান্ডিট কুইন’ ছবির পরিচালক শেখর। তার মধ্যে একটি টুইটে তিনি লিখেছেন, ‘আমি জানি তুমি কতটা যন্ত্রণার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছিলে। আমি তাদেরও গল্প জানি যারা তোমায় খারাপ ভাবে নিরাশ করেছিল যার জন্য তুমি আমার কাঁধে মাথা রেখে কাঁদতে। ইশ, যদি এই এই ছ’মাস আমি তোমার সঙ্গে থাকতে পারতাম, তুমি যদি আমার সঙ্গে যোগাযোগ করতে। তোমার সঙ্গে যা হয়েছে তার জন্য তুমি না, দায়ী ওরাই।’
শেখর কাপুরের এই টুইট খুব দ্রুত নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করে। একের পর ব্যক্তি এই টুইটের উত্তরে নিজস্ব মতামত দিতে থাকে। কেউ কেউ বলছেন, যারা সুশান্তকে নিরাশ করেছে তাদের নাম প্রকাশ করতে। আবার কারও দাবি, শেখর যদি জানতেন যে সুশান্ত অবসাদে ভুগছে তাহলে শেখরের নিজে থেকেই যোগাযোগ করা উচিত ছিল।
Dear Sushant, there was so much more you had to offer. Perhaps the world was not up to your beliefs.. you should not have gone like this …but then you were an old wise soul in a restless young body. Often the heavens cannot handle that .. pic.twitter.com/OJG4IzotRk
— Shekhar Kapur (@shekharkapur) June 14, 2020