মুম্বই: সঞ্জয় দত্তের অসুস্থতার খবরে স্তব্ধ গোটা বলিউড। এরই মধ্যে আরও এক দুঃসংবাদ। গুরুতর অসুস্থ হয়ে হায়দরাবাদের হাসপাতালে ভরতি 'দৃশ্যম' ছবির পরিচালক নিশিকান্ত কামাত। মঙ্গলবার তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে।
এখনও পর্যন্ত খবর, দীর্ঘদিন ধরে লিভারের সমস্যায় ভুগেছিলেন তিনি। সিরোসিসের সমস্যা ছিল তাঁর। শোনা যাচ্ছে সেই ব্যথাই ফের মাথাচাড়া দিয়ে উঠেছে। ব্যথা এতটাই বেড়েছে যে হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাঁকে। আপাতত তাঁকে পর্যবেক্ষণে রেখে চিকিৎসা চলছে। যদিও চিকিৎসকরা জানিয়েছেন ভয়ের কোনও ব্যাপার নেই। অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন নিশাকান্ত। বলিউডে তাঁকে জনপ্রিয়তা এনে দেয় 'দৃশ্যম'। ২০১৫ সালে ‘দৃশ্যম’ মুক্তি পাওয়ার পর বলিউডে তাঁকে নিয়ে চর্চা শুরু হয়। এছাড়া 'মাদারি', 'রকি হ্যান্ডসাম', 'ফোর্স', 'ড্যাডি', 'ভবেশ যোশী', 'মুম্বই মেরি জান'-সহ অনেক ছবি করেছেন তিনি। 'দৃশ্যম'-এর পর তাঁর আরও একটি উল্লেখযোগ্য ছবি হল 'মাদারি'। ইরফান খান অভিনীত ছবিটি দেশজুড়ে প্রশংসা পায়।
আরও পড়ুন: জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট নয় ইডি! রিয়া, তাঁর ভাই ও বাবার ফোন বাজেয়াপ্ত তদন্তকারী সংস্থার
কিছুদিন আগেই সঞ্জয় দত্তের অসুস্থতার খবর সামনে আসে। জানা যায় গুরুতর অসুস্থ হয়ে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা। করোনা পরিস্থিতিতে সঞ্জয় দত্তর হাসপাতলে ভর্তি নিয়ে ভয়ের সঞ্চার হয় অনুরাগী মহলে। কিন্তু করোনা পরীক্ষার পর জানা যায় এই মারণ ভাইরাস বাসা বাঁধেনি মুন্নাভাইয়ের শরীরে। অভিনেতার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। অভিনেতা নিজেও সোশ্যাল সাইটে সে কথা জানান। এরপর নন কোভিড আইসিইউ ওয়ার্ডে রাখা হয়েছিল সঞ্জয় দত্তকে। সেখানেই তাঁর চিকিৎসা চলছিল। অভিনেতার শরীরে হঠাৎ কেন অক্সিজেনের ঘাটতি হল, তা জানতে আরও কিছু পরীক্ষা করা হয়। তবে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় অভিনেতাকে। মঙ্গলবার জানা যায় ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত অভিনেতা। তারপরই প্রকাশ্যে আসে নিশিকান্ত কামাথের অসুস্থ হওয়ার খবর। সব মিলিয়ে যেন শনির দশা চলছে বলিউডে।