কলকাতা: শুক্রবার মুক্তি পেয়েছে নন্দিতা এবং শিবপ্রসাদ প্রযোজিত ছবি ‘ফাটাফাটি’। কিন্তু ছবির বিশেষ প্রদর্শনীতে প্রায় সকলে উপস্থিত থাকলেও ছিলেন না পরিচালক নন্দিতা রায়। তখনই প্রশ্ন ওঠে যে তাঁর কী হয়েছে, কেন তিনি নেই। সূত্রের খবর, অসুস্থ হয়ে আপাতত হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। শহরের একটি বেসরকারি হাসপাতালে দিন কয়েক আগেই ভর্তি হন নন্দিতা। কিন্তু কী হয়েছে তাঁর?
জানা গিয়েছে, টানা কিছুদিন তাঁর জ্বর ছিল। সেই জ্বর কিছুতেই না কমায় তাঁকে ভর্তি করানো হয় হাসপাতালে। যদিও চিকিৎসকরা জানিয়েছেন যে চিন্তার কিছু নেই, তাঁর ইনফ্লুয়েঞ্জা হয়েছে। একই সঙ্গে এটাও জানান হয়েছে যে তিনি আগের থেকে অনেকটাই সুস্থ আছেন তবে এই মুহূর্তে পর্যবেক্ষণে আছেন। এই কারণেই শুক্রবার নতুন ছবির প্রিমিয়ারে দেখা যায়নি তাঁকে। প্রসঙ্গত, এর আগে গত বছর জুলাই মাসে বাথরুমে পা পিছলে পড়ে গিয়ে গুরুতর চোট পেয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল নন্দিতা রায়কে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”বাংলায় নিষিদ্ধ কেরালা স্টোরি! সত্যিই কি বিঘ্নিত হবে আইনশৃঙ্খলা? Bengal bans ‘The Kerala Story’” width=”853″>
টলিউডের অন্যতম হিট পরিচালক জুটি শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। তবে এখন পরিচালনার পাশাপাশি চলছে প্রযোজনার কাজও। হামি, বেলাশেষে, পোস্ত, প্রাক্তন সহ একাধিক দুর্দান্ত সব ছবি উপহার দিয়েছেন তারা। আগামী দিনে ‘রক্তবীজ’ এবং ‘পোস্ত’র হিন্দি রিমেক ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’ নিয়ে হাজির হবেন এই পরিচালক জুটি।