অভিনেত্রীকে যৌন হেনস্থার অভিযোগ, পরিচালক অরিন্দম শীলকে সাসপেন্ড করল ডিরেক্টর্স গিল্ড

কলকাতা: আরজি কর আবহে যৌন হেনস্থার অভিযোগে ডিরেক্টরস গিল্ড থেকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড অরিন্দম শীল। উল্লেখ্য, দিন কয়েক আগে বাংলা বিনোদন দুনিয়ার এক অভিনেত্রী অভিযুক্ত…

কলকাতা: আরজি কর আবহে যৌন হেনস্থার অভিযোগে ডিরেক্টরস গিল্ড থেকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড অরিন্দম শীল।

উল্লেখ্য, দিন কয়েক আগে বাংলা বিনোদন দুনিয়ার এক অভিনেত্রী অভিযুক্ত পরিচালকের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ এনে মহিলা কমিশনের দ্বারস্থ হন। সেই অনুযায়ী অনির্দিষ্ট কালের জন্য পরিচালকের বিরুদ্ধে এই বিশেষ নির্দেশ কার্যকর হয়। যে দিন তিনি ‘নির্দোষ’ শংসাপত্র পাবেন, সে দিন থেকে আবার আগের মতো কাজ শুরু করতে পারবেন, বলে জানা গেদে। অরিন্দমের নামোল্লেখ না করে এও জানানো হয়েছে, এর পরেও পরিচালক যদি স্বাধীন ভাবে কাজ করতে চান বা তাঁর সঙ্গে যদি কোনও প্রযোজক কাজ করেন সে ক্ষেত্রে কোনও বক্তব্য থাকবে না ডিরেক্টর্স গিল্ডের।

যদিও এই বিষয়ে অরিন্দম বলছেন, তাঁকে বলা হয়েছে শট বোঝাতে গিয়ে তিনি অভিনেত্রীর সঙ্গে অশালীন আচরণ করেছেন। কিন্তু, সেই সময়ে চিত্রগ্রাহক থেকে শুরু করে সেটের বাকি সকলে সেখানে উপস্থিত ছিলেন। অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়ও ছিলেন। অরিন্দমের দাবি, তিনি শুক্রবার মহিলা কমিশনে গিয়ে কথা বলেছেন। জানিয়েছেন, তাঁর অনিচ্ছাকৃত কোনও আচরণের জন্য অভিনেত্রী যদি অপমানিত হয়ে থাকেন, তার জন্য তিনি আন্তরিক ভাবে ক্ষমাপ্রার্থী। কিন্তু তাঁকে চিঠি থেকে অনিচ্ছাকৃত শব্দটি বাদ দিতে বলা হয়। তিনি বলছেন, তাঁর সহকারী পরিচালক ও ফোটোগ্রাফার এবং সুরিন্দর ফিল্মসের সদস্যরা সাক্ষী হিসেবে আছেন। কিন্ত ডিরেক্টর্স গিল্ড তাঁর সঙ্গে কথা না বলেই এই সিদ্ধান্ত নিয়েছে।