Aajbikel

২১ দিনে আয় ৪৮০ কোটি! এবার অস্কারে যাবে সানি-আমিশার ‘গদর ২’

 | 
গদর২

 মুম্বই: বক্স অফিসে একের পর এক রেকর্ড ব্রেক করে এগিয়ে চলেছে সানি দেওল এবং আমিশা প্যাটেল অভিনীত ‘গদর ২’। মাত্র ২১ দিনে এই ছবির উপার্জন ৪৮০ কোটি টাকা৷ শুধু তাই নয়, ১৭ দিনে ৪৫০ কোটি আয় করেও রেকর্ড গড়েছে এই ছবি। এর আগে ৪৫০ কোটির ব্যবসা করতে পাঠানের লেগেছিল ১৮ দিন এবং বাহুবলী ২-এর ২০ দিন। এই সাফল্যের পর গদর ২ নিয়ে বড় পদক্ষেপ করতে চলেছেন পরিচালক অনিল শর্মা। তিনি জানালেন, এবার সানি-আমিশার ছবি যাবে অস্কারের মঞ্চে। এখন থেকেই আবেদনের প্রক্রিয়া শুরু করে দিয়েছে তাঁর টিম৷ 


দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে অনিল শর্মা জানান,  মানুষ আমাকে ফোন করে বারবার বলছে, গদর ২-কে অস্কারের জন্য পাঠান। তবে ‘গদর: এক প্রেম কথা’ অ্যাকাডেমি পুরস্কারের দৌড়ে সামিল হয়নি৷ বরং ২০০১ সালে একইদিনে মুক্তি পাওয়া আমির খানের ‘লগন’ সামিল হয়েছিলে অস্কারের দৌড়ে।


অনিলের কথায়, ‘এবার আমরা আছি৷ গদর ২ সত্যিই অস্কার পাওয়ার যোগ্য। গদর-ও অস্কার মনোনয়ন পাওয়ার যোগ্য ছিল। ১৯৪৭ সালে দেশ ভাগের গল্পকে একেবারে আলাদা আঙ্গিকে বলেছিলাম। ওটা একটা নতুন এবং মৌলিক গল্প ছিল। গদর ২-ও নতুন এবং মৌলিক গল্প।’ অনিল আরও বলেন, ‘দর্শকদের কাছ থেকে যে বিপুল ভালোবাসা পাচ্ছে গদর ২, তাতে আমি আনন্দিত।’ তবে ৪০ বছর ধরে ফিল্ম ইন্ডাস্ট্রিতে থেকেও এখনও কোনও অ্যাওয়ার্ড না পাওয়াটা তাঁর কাছে বেদনাদায়ক। অনিলের কথায়, ‘মিথ্যে বলব না, আমিও অ্যাওয়ার্ড চাই। পুরস্কার পেলে ভালোই লাগবে।’ অনিল মনে করেন, কোনও লবিতে না থাকার কারণেই এতদিনে তাঁর কপালে কোনও পুরস্কার জোটেনি৷ 

Around The Web

Trending News

You May like