dipankar dey
কলকাতা: বড় মেয়েকে হারালেন প্রবীণ অভিনেতা দীপঙ্কর দে। বুধবার রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর সময় বয়স হয়েছিল ৫২ বছর। ৭৯ বছরের দীপঙ্কর কন্যা হারিয়ে এখন শোকস্তব্ধ। এত কঠোর বাস্তব মেনে নিতে কষ্ট হচ্ছে বর্ষীয়ান অভিনেতার। জানা গিয়েছে, কিডনি এবং হৃদযন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেতার বড় মেয়ে বৈশালী কুরিয়াকোস। বুধবার রাতেই জীবনযুদ্ধ হেরে যান তিনি।
বৈশালীর স্বামী অনিল কুরিয়াকোসও এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। দীপঙ্কর দে এক সংবাদমাধ্যমে জানিয়েছেন, গতকাল রাতেই বড় হার্ট অ্যাটাক হয়েছিল তাঁর মেয়ের। শেষমেষ আর কিছু করা যায়নি। অভিনেতার স্ত্রী দোলন রায় জানান, বাবা হয়ে ছেলে-মেয়ের মৃত্যু মেনে নেওয়া যায় না, কেউ নিতে পারে না। স্বাভাবিকভাবেই দীপঙ্কর খুব ভেঙে পড়েছেন। কিন্তু তারা সকলে তাঁর পাশে আছেন। প্রসঙ্গত, কয়েক বছর আগে দীপঙ্কর এবং দোলন আইনি বিয়ে সারেন বেশ কিছু বছর একসঙ্গে থাকার পর। তাদের বিয়ে নিয়েও কম সমালোচনা হয়নি।