টাইগার শ্রফের বোন কৃষ্ণাকে সঙ্গে নিয়ে ডিনার দিশার, দেখুন ভাইরাল ছবি

মুম্বই: ফের ডিনার ডেটে দেখা গেল দিশা পাটানি ও তাঁর বয়ফ্রেন্ড টাইগার শ্রফকে। আর তাঁদের সঙ্গে কে ছিলেন জানেন? টাইগারের বোন কৃষ্ণা শ্রফও দু’জনের সঙ্গে মুম্বইয়ের এক রেস্তোরাঁয় খেতে যান। টাইগার, কৃষ্ণা ও দিশার খেতে যাওয়ার সেই ছবি আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ টাইগার ক্যাজুয়াল পোশাক পরেছেন। দিশা পাটানি লিটল ব্ল্যাক ড্রেস, স্লিং ব্যাগ ও গ্লিটজি

টাইগার শ্রফের বোন কৃষ্ণাকে সঙ্গে নিয়ে ডিনার দিশার, দেখুন ভাইরাল ছবি

মুম্বই: ফের ডিনার ডেটে দেখা গেল দিশা পাটানি ও তাঁর বয়ফ্রেন্ড টাইগার শ্রফকে। আর তাঁদের সঙ্গে কে ছিলেন জানেন? টাইগারের বোন কৃষ্ণা শ্রফও দু’জনের সঙ্গে মুম্বইয়ের এক রেস্তোরাঁয় খেতে যান। টাইগার, কৃষ্ণা ও দিশার খেতে যাওয়ার সেই ছবি আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ টাইগার ক্যাজুয়াল পোশাক পরেছেন।

টাইগার শ্রফের বোন কৃষ্ণাকে সঙ্গে নিয়ে ডিনার দিশার, দেখুন ভাইরাল ছবিদিশা পাটানি লিটল ব্ল্যাক ড্রেস, স্লিং ব্যাগ ও গ্লিটজি পাম্পস পরে উপস্থিত হন। কৃষ্ণা শ্রফ ফিটনেস এনথুজিয়াস্ট। তিনি ছাই ও কালো রঙা অ্যাথলেজার পরে যান। দিশা, টাইগার ও কৃষ্ণা একই গাড়িতে করে উপস্থিত হন। দ্রুত রেস্তোরাঁয় ঢুকে পড়েন।

টাইগার শ্রফের বোন কৃষ্ণাকে সঙ্গে নিয়ে ডিনার দিশার, দেখুন ভাইরাল ছবিতবে কৃষ্ণা শ্রফ ও দিশা পাটানিকে এবার প্রথম একসঙ্গে দেখা গেল তেমনটা নয়, এ বছরের শুরুতে ২৬ বছরের দিশা কৃষ্ণা ও টাইগারের মা আয়েষা শ্রফের সঙ্গে ফ্রেন্ডশিপ ডে পালন করেন। তাঁদের একসঙ্গে মুম্বইয়ের একটি সাবার্বান রেস্তোরাঁয় লাঞ্চ ডেটে দেখা গিয়েছিল।

টাইগার শ্রফের বোন কৃষ্ণাকে সঙ্গে নিয়ে ডিনার দিশার, দেখুন ভাইরাল ছবি

টাইগার শ্রফের বোন কৃষ্ণাকে সঙ্গে নিয়ে ডিনার দিশার, দেখুন ভাইরাল ছবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − seven =