প্রতিবাদী কৃষকদের সমর্থন, কম্বল কেনার জন্য ১ কোটি টাকা দিলেন দলজিৎ দোসাঞ্জ

নয়াদিল্লি: টুইটারে তিনটি কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের বিক্ষোভকে সমর্থন করলেন অভিনেতা দলজিৎ দোসাঞ্জ। শনিবার তিনি দিল্লি সীমান্তে এই প্রতিবাদে যোগ দেন। অভিনেতা ও গায়ক কৃষকদের দাবি মেটানোর জন্য সরকারকে আহ্বান জানিয়েছেন। এদিন প্রতিবাদকারীদের উষ্ণ পোশাক কেনার জন্য তিনি এক কোটি টাকা অনুদান দিয়েছেন। পাঞ্জাবি গায়ক সিঙ্গা তাঁর ইনস্টাগ্রামে এই খবর প্রকাশ করেছেন।

নয়াদিল্লি: টুইটারে তিনটি কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের বিক্ষোভকে সমর্থন করলেন অভিনেতা দলজিৎ দোসাঞ্জ। শনিবার তিনি দিল্লি সীমান্তে এই প্রতিবাদে যোগ দেন। অভিনেতা ও গায়ক কৃষকদের দাবি মেটানোর জন্য সরকারকে আহ্বান জানিয়েছেন। এদিন প্রতিবাদকারীদের উষ্ণ পোশাক কেনার জন্য তিনি এক কোটি টাকা অনুদান দিয়েছেন। পাঞ্জাবি গায়ক সিঙ্গা তাঁর ইনস্টাগ্রামে এই খবর প্রকাশ করেছেন।
পাঞ্জাবি গায়ক সিঙ্গা দলজিৎ দোসাঞ্জকে তাঁর সিদ্ধান্ত ও কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য প্রশংসা করেন। তাই তিনি তাঁর ইনস্টাগ্রামে এই তথ্যগুলি শেয়ার করেন। তিনি বলেন যে এই শীতে রাস্তায় প্রতিবাদকারী কৃষকদের কম্বল এবং অন্যান্য উষ্ণ পোশাক কিনতে গোপনে এক কোটি টাকা অনুদান দিয়েছেন দলজিৎ। কৃতজ্ঞতা প্রকাশ করে সিঙ্গা পাঞ্জাবিতে বলেন, “আপনাকে ধন্যবাদ ভাই, আপনি কৃষকদের জন্য তাদের গরম কাপড়ের জন্য এক কোটি টাকা দিয়েছেন। এ কথা আর কেউ জানে না। আপনি এ সম্পর্কে পোস্ট করেননি। আজকাল লোকেরা ১০ টাকা দানের পরেও চুপ করতে পারে না।”

A post shared by DILJIT DOSANJH (@legend_diljitdosanjh)

শনিবার দিল্লি সীমান্তে তিনটি কৃষি আইনের প্রতিবাদে কৃষকদের সঙ্গে যোগ দেন দলজিৎ দোসঞ্জ। তিনি কৃষকদের উদ্দেশে বলেন, “কৃষকরা, তোমাদের হ্যাটস অফ। তোমরা একটি নতুন ইতিহাস তৈরি করেছো। এই ইতিহাস ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারবে। কৃষকদের সমস্যাগুলি কারও ডাইভার্ট করা উচিত নয়।” তিনি আরও বলেন, “আমি সরকারকে অনুরোধ করতে চাই- ইস্যু থেকে মুখ ফিরিয়ে নেবেন না। কৃষকদের সঙ্গে সম্পর্কিত ছাড়া এখানে আর কোনও আলোচনা চলছে না। কৃষকরা যা চান, সরকারের তা গ্রহণ করা উচিত। সবাই শান্তিতে বসে রয়েছেন। সেখানে রক্তপাতের বিষয়ে কোনও কথাবার্তা হচ্ছে না।” এই প্রতিবাদে শামিল হয়ে তিনি বীর সিংহের সঙ্গে একটি ছবিও শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, “বাবা অঙ্গ সঙ্গ সহায় হোবে।”

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + twelve =