বিজেপির টেলি সম্মানে দলের অস্বস্তি বাড়ালেন দিলীপ

কলকাতা: তৃণমূলকে টেক্কা দিতে বঙ্গ বিজেপি লক্ষ্য এবার টেলি সম্মান! ঢাকঢোল পিটিয়ে টেলি সম্মানের দিনক্ষণ ঘোষণা করা হলেও দিলীপ ঘোষের মন্তব্য ঘিরে ফের প্রকাশ্যে এল বিজেপির অন্তর্দ্বন্দ্ব! রবিবার সাংবাদিক বৈঠক করে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ জানিয়ে দিয়েছেন, কেউ কোথাও যদি এই সম্মান দেওয়ার ব্যবস্থা করে থাকেন, তা তাঁরা করতে পারেন৷ কিন্তু দলের তরফে কোনও

a9ee9129da0bfbed0346e679eff9a334

বিজেপির টেলি সম্মানে দলের অস্বস্তি বাড়ালেন দিলীপ

কলকাতা: তৃণমূলকে টেক্কা দিতে বঙ্গ বিজেপি লক্ষ্য এবার টেলি সম্মান! ঢাকঢোল পিটিয়ে টেলি সম্মানের দিনক্ষণ ঘোষণা করা হলেও দিলীপ ঘোষের মন্তব্য ঘিরে ফের প্রকাশ্যে এল বিজেপির অন্তর্দ্বন্দ্ব!

রবিবার সাংবাদিক বৈঠক করে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ জানিয়ে দিয়েছেন, কেউ কোথাও যদি এই সম্মান দেওয়ার ব্যবস্থা করে থাকেন, তা তাঁরা করতে পারেন৷ কিন্তু দলের তরফে কোনও টেলি সম্মান দেওয়া হবে না৷ বিজেপি এমন কোনও ব্যবস্থা করছে না বলেও সাংবাদিক বৈঠকে সাফ জানিয়ে দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷

কিন্তু রাজ্য বিজেপির সভাপতির মন্তব্যের পরও গেরুয়া শিবিরে টেলি সম্মানের প্রস্তুতি ঘিরে শুরু হয়েছে নয়া বিতর্ক৷ বিজেপি সূত্রে খবর, আগামী ২ নভেম্বর রাজ্য বিজেপি টেলি সন্মানের আয়োজন করছে৷ তবে কোথায় এই অনুষ্ঠান হবে সেবিষয়ে কোন কথা জানানো না হলেও দিনক্ষণ ঘোষণা করে দেওয়া হয়েছে৷ বিজেপি নেতা-কর্মীদের একাংশের তরফে লাগাতার প্রচার চালানো হচ্ছে, ২ নভেম্বর রাজ্য বিজেপি টেলি সন্মানে টলিউডের একাধিক ব্যাক্তিত্ব ও টেলি দুনিয়ার অনেক পরিচিত মুখ অনুষ্ঠানে থাকবেন৷ কিন্তু, রাজ্য বিজেপি সভাপতি নিজে বলছেন, দল কোনও টেলি সম্মান দেওয়ার ব্যবস্থা করছে না৷ অথচ, বিজেপির একাংশ আবার এই টেলি সম্মান নিয়ে দেদার প্রচার শুরু করে দিয়েছেন৷ আর এই নিয়ে শুরু হয়েছে দলের অন্দরের দ্বন্দ্ব৷

কেননা, টলিউডের দখল নিতে ইতিমধ্যেই মাথা তুলেছে বিজেপির তিনটি সংগঠন৷ তিনটি সংগঠনের মধ্যে দূরত্ব বাড়তে থাকায় এক ছাতার নীচে এনে ‘খোলা হাওয়া’ চালু করা হয়েছে বিজেপির ছত্রছায়া৷ কিন্তু, তার পরও টেলি সম্মান নিয়ে দলের অন্দরে কিছুতেই কাটছে না জট৷ উল্টে দিলীপ ঘোষের অবস্থানে বেড়েছে দলের অন্দরে বিড়ম্বনা৷ যদিও এই টেলি সম্মান দিয়ে দিলীপ ঘোষ ছাড়া রাজ্য নেতৃত্ব মুখে কিছু না বললেও তলেতলে প্রস্তুতি চলছে বলে বিজেপি সূত্রে খবর৷ বিজেপি সূত্রে খবর, বিজেপির টেলি সন্মানে দলের অনেক দিল্লির হেভিওয়েট উপস্থিত থাকতে পারেন৷ মূলত বলিউড থেকে যারা সরাসরি বিজেপিতে প্রতিষ্ঠিত রাজনৈতিক ব্যাক্তিত্ব হয়েছেন, তাঁরাও রাজ্য বিজেপির টেলি সন্মানে উপস্থিত হচ্ছেন বলে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *